Bengali Actress Childhood Pic: অল্পবয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ। বেশ কিছু বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। সিংহভাগ মেগায় নেগেটিভ চরিত্রেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আপকামিং ছবি রক্তবীজ ২-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে। বড় পর্দায় এটি তাঁর জন্য নিঃসন্দেহে বিগ ব্রেক। বয়সে অনেকটা বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। যদিও সমালোচনাকে দূরে রেখে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় মেয়েবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। চিনতে পারছেন আজকের এই সফল বাঙালি অভিনেত্রীকে?
পরনে ঝিকিমিকি জামা, মাথায় ওড়না আর কপালে চন্দনের ফোঁটার সঙ্গে বড় সাইজের একটি লাল টিপ। ড্রেসের সঙ্গে মানানসই জুয়েলারি আর হালকা লিপস্টিক। মুখের হাসিটা যেন আজও অপরিবর্তিত। এ যেন একেবারে হাসিতেই যায় চেনা! ছবির এই বাচ্চা মেয়েটি নান আদার দ্যান টলিপাড়ার সফল অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ।
শুক্রের সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেয়েবেলার ছবি পোস্ট করে লিখেছেন, ছোট্ট শ্রীময়ী। কমেন্ট বক্সে ভালবাসায় ভাসছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় কাঞ্চন ঘরণী। মেয়ের জন্মের পরও ঘরে-বাইরে একসঙ্গে সামলাচ্ছেন। সদ্য শেষ করেছেন শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি রক্তবীজ ২-এর শুটিং। ক্যামিও চরিত্রে শ্রীময়ীকে দেখতে উৎসাহী বাংলা ছবির দর্শক।
রক্তবীজে সুযোগ পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে শ্রীময়ী বলেছেন, 'আমাদের বিবাহবার্ষিকীর দিনই জিনিয়াদি আমাকে ফোন করে জানিয়েছে। আমার সেই দুঃসাহস হয়নি যে জিজ্ঞাস করব কোন চরিত্রের জন্য এই প্রস্তাব। শিবুদা-নন্দিতাদি বা উইন্ডোজ প্রোডাকশনের গল্পের বুনন এত সুন্দর যে কোনও অভিনেতা-অভিনেত্রীর ওঁদের সঙ্গে কাজের ইচ্ছে থাকে। ছোট থেকে বড় প্রতিটি চরিত্রের মাত্রায়ন অসাধারণ। আমার ক্ষেত্রে এটা ড্রিম কামস ট্রু। উইন্ডোজের ব্যানারে কাজ করে আমি আপ্লুত।'