/indian-express-bangla/media/media_files/2025/07/10/tonni-2025-07-10-17-38-31.jpg)
কে এই বঙ্গললনা?
/indian-express-bangla/media/media_files/2025/07/10/480129057_18352469176176026_366201148777608748_n-2025-07-10-17-39-09.jpg)
কে এই বাঙালি কন্যা?
দার্জিলিঙে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মাঝে রেলওয়ে ট্র্যাকের উপর বাঙালি অভিনেত্রী। পিছনে টয় ট্রেন আর সামনে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত। কে এই বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/07/10/518234483_18369117115176026_8885671672713122417_n-2025-07-10-17-39-10.jpg)
ক্যামেরায় কেত
হ্যাঁ, তিনি বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ তন্বী রায়। এই মুহূর্তে দার্জিলিঙে ছুটির মুডে অভিনেত্রী। সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/07/10/517129399_18369117145176026_5581418948109294057_n-2025-07-10-17-39-09.jpg)
হলদ আভা
হলুদ টিশার্টের সঙ্গে রংমিলান্তি স্নিকার। মাথায় মোটা ব্যান্ড। পাহাড়ি সৌন্দর্যের মাঝে নানান ভঙ্গিমায় পোজ দিয়েছেন অভিনেত্রী তন্বী রায়। তবে এই ছবি তোলার নেপথ্যে রয়েছে আরও এক মজার কাহিনি।
/indian-express-bangla/media/media_files/2025/07/10/516190600_18369117136176026_4103344931538481418_n-2025-07-10-17-39-09.jpg)
'লাস্ট ট্রেন হলে মিস'...
ছবি পোস্ট করে তন্বী রায় লিখেছেন, 'লাস্ট ট্রেন হলে মিস, তোর কাছে করি আবদার'। আর সেই আবদার যে টয় ট্রেনের সঙ্গে ছবি তোলা সে কথা বলার অবকাশই রাখছে না। লাল-হলুদ হৃদয়ের ইমোজিতে ভরে গিয়েছে তন্বীর পোস্টের কমেন্ট বক্স।
/indian-express-bangla/media/media_files/2025/07/10/518722011_18369117124176026_5840937075133904353_n-2025-07-10-17-39-09.jpg)
ক্যামেরার পিছনে কে?
টলি অভিনেতা রাজদীপের সঙ্গে ছবি পোস্ট করে গতবছর সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। কিন্তু, চলতি বছরের মে মাসে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে যেন বুঝিয়ে দেন তন্বী 'সিঙ্গল'। তিনি লিখেছিলেন, 'নিজেকে ভালবাসো মেয়ে। নিজের মতো করে সামনে এগিয়ে চলো। যদি নিজেই নিজেকে ভালবাসতে পারো তা হলে অন্যের ভালবাসার প্রত্যাশী কেন'! এই পোস্ট থেকেই অনুমান মন ভেঙেছে অভিনেত্রীর।