Dolon Roy on Arindam sil: অরিন্দম শীল এখন আলোচনার শীর্ষে রয়েছেন। কারণ, অভিনেত্রীদের আরজি কর কাণ্ডে উপস্থিতি নিয়ে তিনি এমন এক ভয়ঙ্কর মন্তব্য করে বসেছেন যেটি অবাক করে দিয়েছে সকলকে। নায়িকারা নাকি আরজি কর কাণ্ডে অবস্থান বিক্ষোভ এবং অনশন করতে, পয়সা নিয়েছেন! এই মন্তব্যের কারণেই এখন সমাজ মাধ্যমে শোরগোল। একের পর এক তারকারা এই নিয়ে সরব হয়েছেন।
কিন্তু, অরিন্দম শীলকে নিয়ে নানা আক্ষেপ আগেও প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে নায়িকারা, বারবার একথাও বলেছেন, যে অরিন্দমের কারণেই নানা সমস্যার শিকার হয়েছেন তাঁরা। তবে, পরিচালক সবরকম অভিযোগের পাহাড়কে মিথ্যে প্রমাণ করেছেন। আজ যখন তাঁকে নিয়ে এত অভিযোগ, তেমনই অভিনেতাকে নিয়ে এর আগেও এক অভিনেত্রী নানা মন্তব্য করেছিলেন। বিশেষ করে, তাঁদের বন্ধুত্ব সত্বেও যে এত আক্ষেপ থাকবে দুজনের মধ্যে একথা দোলন রায় সেইসময় না বললে কেউ জানতেও পারতেন না। কী এমন বলেছিলেন দোলন?
Manasi Sinha on Arindam Sil: 'আমি হয়তো কুৎসিত দেখতে বলে অরিন্দম কোন…
অভিনেত্রী অপুর সংসারে এসেই সেসব কথা বলেছিলেন।অরিন্দম শীল একসময় অভিনয় ছেড়ে পুরোটাই পরিচালনায় জুড়ে গিয়েছিলেন। আর সেই পরিচালক যেই বন্ধু দোলনকে ভুলে গেলেন তখন তাঁর মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল? নানা সময় কিংবদন্তি সব পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েও হয়তো শেষ হয়নি। তীরে এসে তরী ডোবে। কিন্তু, বন্ধু অরিন্দমকে নিয়ে তাঁর আক্ষেপের শেষ নেই। এই প্রসঙ্গেই অভিনেত্রী বললেন... এখন অনেক ছবি হয়, একদম নায়িকা ছাড়াও একধরনের ছবি হয়। কিন্তু, সৃজিত কিংবা কৌশিক অথবা কমলেশ্বের দা আমায় ডাকেন না। আর একটা বড় উদাহরণ দিই?
অরিন্দম একসময় আমার দারুন বন্ধু ছিল। কতটা ভাল বন্ধু ছিল, আমি বলে বোঝাতে পারব না। আমার বলতে ভাল লাগছে, যে আগে এমন কোনও প্রজেক্ট ছিল না যেখানে আমি থাকলে অরিন্দমের পাঠ থাকত না। অরিন্দমকে নিতে হবে, আমি এমনটাই বলতাম। সেই অরিন্দম যখন আজ ছবি করে, আমার নাম কিন্তু বলে না। কেন বলে না, আমি জানি না। আমার নিজের কাছে নিজের কনফিডেন্স এই জন্য ভেঙে যায়। আর কিছুই না। হয়তো, ঠাকুমা দিদিমা নিয়ে ছবি হলে আমায় নিতে পারেন ওরা।