/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/kapil-dev-83-kabir-khan-759.jpg)
ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং।
কপিল দেবকে যদি সিনেমার পর্দায় গান গাইতে দেখা যায়, সেটা দর্শক খুব একটা ভালভাবে নেবেনা বলেই মত কবীর খানের। আর সে কারণেই ছবিতে গান থাকলেও কপিল দেবের লিপে কোনও গান রাখেননি নির্মাতারা। সিম্বার সাফল্যের পর গল্লি বয়ের ট্রেলারও যথেষ্ট সাড়া ফেলেছে। এতকিছুর মধ্যেই 83 তে তিনি কপিল দেবও বটে। রণবীর সিং অভিনীত 83,
প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ওপর তৈরি। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং। পরিচালক কবীর খান। ছবির জন্য গান ভীষণ জরুরি। স্পোর্টস ফিল্মের ক্ষেত্রে গান উদ্দীপিত করে দর্শকে। এই ছবিতেও সেকারণে এরকম অনেক গান থাকবে।
View this post on InstagramTraining begins... #83 #kapildev @ranveersingh @83thefilm #balwindersinghsandhu
A post shared by Kabir Khan (@kabirkhankk) on
কবীর রিপোর্টারদের বলেন, ''কিন্তু ছবিতে কোনও লিপ সিঙ্কে গান নেই। কারণ আমার মনে হয় না লন্ডনের রাস্তায় কপিল দেব গান গাইলে দর্শক সেটা ভালভাবে নেবে। কিন্তু এটা বলাই বাহুল্য ভাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অ্যালবাম থাকবে ছবিতে''। প্রসঙ্গত, ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম চক্রবর্তী।
প্রীতমের স্টুডিয়ো জ্যাম এইটে বসেই কথা বলছিলেন চলচ্চিত্র নির্মাতা। কবীরের আগের ছবি নিউইয়র্ক, বজরঙ্গী ভাইজান, টিউবলাইটেও গান তৈরি করেছেন প্রীতম। প্রীতমকে নিয়ে কবীর বলেন, ''প্রীতম আপনাদের অবাক করবে। একবার ছন্দে চলে এলে কখন যে সেই চমকটা তৈরি করে দেবে টের পাবেন না। ওর সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভাল লাগে''।
কবীরের একটা বড় অংশের শুটিং হবে মে থেকে অগাস্টে ইংল্যান্ডে। গতবছর এই ছবি নিয়ে রণবীর পিটিআইকে বলেছিলেন, ”আমাদের খেলার ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ও দেশের ইতিহাসের পাতাতেও লেখা থাকবে আমাদের প্রথম বিশ্বকাপ জয়। এই ঘটনাই আরও একবার ভারতকে পৃথিবীর মানচিত্রে ওপরের দিকে নিয়ে এসেছিল। ভারত নিজের অস্তিত্বের ছাপ রেখেছিল। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৪৩ রানে জয় নিশ্চিত করেছিল”।
Read the full story in English