Doordarshan anchor faints: প্রচণ্ড গরমে স্টুডিওর ভেত্রেই জ্ঞান হারান তিনি - ছবিঃ সংগৃহীত
দূরদর্শনে খবর পড়েন তিনি। তাঁর পাশাপাশি অভিনয় জগতের বেশ চেনা মুখ। লোপামুদ্রা সিনহার খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টি আলোচনার শীর্ষে। যে মারাত্মক গরম, মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। আর এবার, খবর পড়ার সময়ই তিনি নিজের চেয়ারে অজ্ঞান হয়ে গেলেন।
Advertisment
কলকাতা শহরে ৪০° তাপমাত্রা ছাড়িয়েছে। লোপামুদ্রা খবর পড়ছিলেন। এতবছরের কেরিয়ারে আজ পর্যন্ত এমন হয়নি তার সঙ্গে। খবর পড়তে পড়তেই হঠাৎ তিনি অজ্ঞান হয়ে যায়। চোখে মুখে অন্ধকার নেমে আসে। অভিনেত্রী এবার নিজেই জানালেন কী হয়েছিল আসলে।
অভিনেত্রীর কথায়, "অতিরিক্ত গরমে বসে থাকতে গিয়েই তাঁর সঙ্গে এই বিপত্তি ঘটে। এমনকি ব্লাড প্রেসার হঠাৎ করেই নিজের মাত্রা হারায়।" স্টুডিওর ভেতরে ঢুকেই গরম অনুভব করেন তিনি। অভিনেত্রী, পরিস্থিতি ব্যাখ্যা করে বললেন...
Advertisment
আমি কোনোদিন স্টুডিওতে ঢোকার সময় সঙ্গে জলের বোতল রাখি না। সে ১৫ মিনিট হোক কিংবা আধা ঘণ্টার ব্রডকাস্ট হোক। আমি এই ২১ বছরে কোনোদিন এক ঢোক জল খাওয়ার প্রয়োজনীয়তা বুঝিনি। যখন টিভিতে ভিসুয়াল দেখানো হচ্ছিল আমি ফ্লোর ম্যানেজারকে জল দিতে বলেছিলাম। কিন্তু, যেহেতু জেনারেল নিউজে কোনও বাইট থাকে না। তাই জল খাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। শেষের দিকে যখন সুযোগ পেলাম জল খাওয়ার, তারপরেও লাভ হল না।
শেষের দুটো স্টোরি তখনও বলা বাকি। লোপা বলেন, "গরমের স্টোরি বলতে বলতে ঠোঁট জড়িয়ে এল। আমি চেষ্টা করছিলাম অনুষ্ঠান শেষ করার। কিন্তু হঠাৎ টেলিপ্রম্পটার আবছা হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার নেমে এল। কিন্তু, ভাল কথা এটাই যে মাত্র ৩০-৪০ সেকেন্ড সেটা স্থায়ী হয়। আমি আমার চেয়ারেই অজ্ঞান হয়ে যাই।
যদিও, সেসময় পরিস্থিতি সামাল দিতে চ্যানেলের সকলেই কাজ করেন। অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই ঘটনার পর। এমনকি এও বলেন, "এমন কিছু হবে আমি ভাবতেও পারি নি। তবে, আপনারা সকলে সকলের খেয়াল রাখুন।"