Advertisment

বাংলা সিনেমার রেকর্ড, হলিউডি ভিড়ে টাইম স্কোয়ারের 'দানবীয়' বিলবোর্ডে 'দোস্তজী'র টিজার

বাংলা সিনেমার ইতিহাসে গর্বের দিন।

author-image
Sandipta Bhanja
New Update
Dostojee, Times Square Billboard, Bengali cinema Dostjee, Dostjee director, Prasun Chatterjee, Prosenjit Chatterjee, দোস্তজী, নিউইয়র্কের টাইমস স্কোয়ার বিলবোর্ড, প্রসূন চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিউডের খবর, বাংলা সিনেমা, বাংলা ছবির খবর

নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিশালাকার বিলবোর্ড জুড়ে 'দোস্তজী'র টিজার

তারকাখচিত সিনেমার ভিড়ে, একটুকরো আশা জাগানো গল্প 'দোস্তজী'। বাংলার প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করার পর বিদেশের মাটিতেও জয়জয়কার। বাংলা সিনেইন্ডাস্ট্রির ইতিহাসে নয়া রেকর্ড বললেও অত্যুক্তি হয় না। কারণ, নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিশালাকার বিলবোর্ড জুড়ে শুধুই 'দোস্তজী'র আম-গল্প। যা দেখতে পথচলতিরাও থমকে পড়ছেন।

Advertisment

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় নিজেই সেই সুখবর দিলেন। প্রসঙ্গত, বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে যখন চর্চার অন্ত নেই, বক্সঅফিসের দৌড়ে কে জিতবে কিংবা কার নম্বর কত বাড়বে, এহেন সহস্র ভাবনা যখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন কন্টেন্ট দিয়েই বাজিমাত করেছে স্বল্প বাজেটের 'দোস্তজী'। যে ছবির টিজার কিনা এখন টাইমস স্কোয়ারের ৩১ ফুট লম্বা আর ৫৫ ফুট চওড়া বিলবোর্ডে দিন-রাত দেখানো হচ্ছে।

<আরও পড়ুন: ‘দর্শকাসনে বসে লাফিয়ে উঠি’, অস্কার মঞ্চে বঙ্গকন্যা সঞ্চারী, গল্ফগ্রীনের বাড়িতে উচ্ছ্বসিত মা-বাবা>

আমেরিকা ট্যুরে গিয়ে পরিচালক প্রসূন নিজেই আবিষ্কার করলেন সেই মুহূর্ত। যা কিনা নিঃসন্দেহে বাংলা সিনেমার 'মন্দা বাজারে' গর্ব করার মতো বিষয়। এপ্রসঙ্গে প্রসূন বললেন, "অনুভূতিটা ঠিক কেমন সেটা বলে বোঝানো যাবে না। নিজের দেশে কিংবা নিজের শহরে যখন 'দোস্তজী' মুক্তি পেয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার কিংবা হোর্ডিং ছাড়া কিছুই দিতে পারিনি। আমাদের অর্থনৈতিক সামর্থে কুলোয়নি। তবুও দর্শকদের ভালবাসায় টানা ১২ সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছে 'দোস্তজী'। এবার আমেরিরকাতে এসেই বড় আবিষ্কার.."

'দোস্তজী' পরিচালকের কথায়,"এখানে এসেই জানতে পারলাম 'দোস্তজী'র টিজার, ট্রেলার চলছে নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কোয়ারের বিশাল বিলবোর্ডে। যেখানে হলিউডের সব তাবড় তাবড় ছবির টিজার, ট্রেলার চলে, সেখানে বাংলা ভাষার এক ছবি! বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী রইলাম। এই প্রথম কোনও বাংলা ছবির টিজার-ট্রেলার দেখানো হচ্ছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে।"

prosenjit chatterjee tollywood Bengali Cinema tollywood news Entertainment News
Advertisment