দৃষ্টিকোণ ছবির জন্য প্রসেনজিতকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন
ট্যুইট করে ‘দৃষ্টিকোণ’কে শুভেচ্ছা বিগ বির। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা তিনি। ছবিতে সম্পূর্ন অন্য লুকে দেখতে পাওয়া যাবে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে।
ট্যুইট করে ‘দৃষ্টিকোণ’কে শুভেচ্ছা বিগ বির। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা তিনি। ছবিতে সম্পূর্ন অন্য লুকে দেখতে পাওয়া যাবে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনেতা প্রসেনজিতের নতুন সিনেমা ‘দৃষ্টিকোণ’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর এবার বুম্বাদার প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন। ট্যুইট করে ‘দৃষ্টিকোণ’কে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি। ছবিতে সম্পূর্ণ অন্য লুকে দেখতে পাওয়া যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
Advertisment
T 2762 - For Prosenjit, super star from Bengal .. my best wishes ..
trailer of his new film "Drishtikone", directed by eminent Director Kaushik Ganguly, who has achieved many National & International Awards for all his films.https://t.co/9TKyNMibgq
তবে বলিউড শাহেনশার কাছ থেকে প্রশংসা পাওয়া নিঃসন্দেহে টিম দৃষ্টিকোণ- এর কাছে বড় পাওনা। কৌশিক গঙ্গোপাধ্য়ায়ও রিট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র বচ্চনকে।
প্রসঙ্গত, ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির রসায়ন নিয়ে প্রশংসা করছেন অর্পিতা চট্টোপাধ্যায়ও। তবে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রাক্তন ছবিতে অনেক বছর পর দেখা গিয়েছিল এই জুটিকে। দৃষ্টিকোণে প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।