লকডাউনে সর্বস্বান্ত হয়েছেন দেশের কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে বলিউডের অনেক তারকা। আগামি দিনে বেকারত্ব আরও বাড়বে দেশে। এমন সম্ভাবনা উসকে দিয়েছে একাধিক সমীক্ষা। এই আবহে এবার নিজেকে বেকার বা কর্মহীন দাবি করলেন কঙ্গনা রানাউত। গত বছর হাতে কাজ না থাকার কারণে অর্ধেক আয়কর দিতে পারেননি তিনি। ইনস্টাগ্রাম পোস্টে এমন দাবি করেছেন বলিউডের ‘ক্যুইন।‘
আয়কর রুল অনুযায়ী এক অর্থবর্ষে ইনকাম ট্যাক্স বাকি থাকলে সংশ্লিষ্ট আয়কর দাতার ওপর জরিমানা আরোপ হয়। তবে সেই টাকা দিতে আপত্তি নেই কঙ্গনার। পোস্টে এমন দাবিও করেছেন তিনি। ঠিক কী লিখেছেন জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী? তিনি লেখেন, ‘দেশের সর্বোচ্চ আয়করদাতার তালিকায় আমার নাম আছে। আমার আয়ের ৪৫% আয়কর হিসেবে যায়। কিন্তু হাতে কাজ না থাকায় গত অর্থবর্ষের ৫০% আয়কর আমার বাকি রয়েছে। যেটা আমার কর্মজীবনের সর্বপ্রথম ব্যর্থতা।‘
তিনি আরও বলেন, ‘যেহেতু আমার আগের অর্থবর্ষের আয়কর বাকি। তাই এই বছরেও আয়কর দিতে দেরি হয়েছে। সেই হিসেবে সরকার আমার মত আয়করের ওপর জরিমানা বসিয়েছে। তাতেও অবশ্য আমার কোনও অসুবিধা নেই।‘ ইনস্টাগ্রাম পোস্টের শেষে তিনি জুড়েছেন, ‘ব্যক্তিগত ভাবে আমাদের সবার সময় খারাপ যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই খারাপ সময়কে প্রতিরোধ করতে পারব।‘
আগামি দিনে তাঁর হাতে একাধিক ছবি। কোনওটি মুক্তির অপেক্ষায়, কোনও ছবির আবার শ্যুটিং সব স্বাভাবিক হলে শুরু হবে। ২৩ এপ্রিল থালাইভি মুক্তির কথা থাকলেও, করোনার কারণে পিছিয়ে গিয়েছে সেই সূচি। পাশাপাশি এখন শ্যুটিং ফ্লোরে রয়েছে তেজস, মণিকর্ণিকা-২ আর ধক্কড়ের মতো ছবিগুলো।