Tamannaah-Vijay Break Up: বিজয়কে বিয়ের ইচ্ছেই কাল হল! তামান্নার সঙ্গে প্রেম ভাঙার নেপথ্যে এটাই কারণ?

Tamannaah-Vijay Break Up Story: তামান্নার সঙ্গে বিজয়ের দুবছরের প্রেমের সম্পর্কে ফাটল! বিজয়কে বিয়ে করে সংসার পাতার ইচ্ছেটাই কাল হল? তারকাযুগলের 'ব্রেক আপ'-এর নেপথ্যে সম্ভবত কোন কারণ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিজয়কে বিয়ের ইচ্ছেই কাল হল!

বিজয়কে বিয়ের ইচ্ছেই কাল হল!

Tamannaah-Vijay Break Up Reason: দুবছর সম্পর্কে থাকার পর আলাদা হল বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার পথ! তারকাযুগলের সম্পর্কের রয়ায়নে মুগ্ধ ছিল জুটির ভক্তরা। লাস্ট স্টোরিজ ২-এ বিজয়-তামান্নার অন স্ক্রিন কেমেস্ট্রি যেমন দর্শকের দিল জিতেছিল তেমনই তাঁদের রিয়েল লাইফ স্টোরিও ছিল সুপারহিট।  'আজ কি রাত'-এর দুর্দান্ত সাফল্যের পরই সম্পর্কে ইতি টানলেন লভবার্ডস! লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এক সপ্তাহ আগেই দুজনের সম্পর্ক ভেঙেছে। এই খবরে খুব স্বাভাবিকভাবেই মন খারাপ জুটির অনুরাগীদের। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিচ্ছেদের খবরে সিলমোহর দেননি বিজয় বা তামান্না কেউই। ইন্ডাস্ট্রির কানাঘুষো, বছর ৩০ -এর তামান্না নাকি প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বিজয়ের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন তামান্না। কিন্তু, এখুনি বিয়েতে রাজি নন বিজয়।

Advertisment

বিয়ে করতে চাওয়াই কাল হল বিজয়-তামান্নার সম্পর্কে! ২০২৫-এ নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন। তার মাঝেই ছন্দপতন! টিনসেল টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। সম্ভবত বিজয়-তমান্নার বিচ্ছেদের নেপথ্যে বিয়ে নিয়ে মনোমালিন্য! যদিও তাঁরা কেউই এখনও পর্যন্ত বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ নিয়ে একেবারে স্পিকটি নট। লাস্ট স্টোরিজ ২-এর সেটে একে অপরের কাছাকাছি আসেন বিজয় ও তামান্না। কিন্তু, দুবছরের মধ্যেই প্রেমের সম্পর্কে গ্রহণ! সম্পর্কের ভাঙনের গুঞ্জনের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পুরনো একটি পোস্ট।

যা দেখে ভক্তদের অনুমান গত জানুয়ারি থেকেই হয়তো সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। সেই পোস্টে তামান্না লিখেছিলেন, 'ভালবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপরকে ভালবাসা দেওয়া। কারও মনযোগ পাওয়ার সবচেয়ে বড় উপায় হল অপর জনের প্রতিও সেই মনযোগটা দেওয়া। সকলের চোখে নিজেকে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হল, অন্যদেরও সুনজরে দেখা। বন্ধু পাওয়ার রাস্তা হল আগে নিজেকে ভাল বন্ধু হিসেবে গড়ে তোলা।' বিজয়ের সঙ্গে ব্রেক-আপের গুঞ্জন শুরু হতেই পুরনো পোস্ট নিয়ে চর্চা শুরু।  প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব নাকি কোনওদিন নষ্ট করবেন না প্রাক্তন প্রেমিকযুগল। 

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Couple Tamannaah Bhatia