দেশ আর মান্নুর প্রতি ভালবাসা দর্শকদের মন কাড়বে না এও আবার হয় নাকি। অবশেষে, বিরাট মাইলস্টোন সৃষ্টি করলেন কিং খান। তাঁর ছবি বক্স অফিসে আসতে আসতে জায়গা করে নিচ্ছে।
অ্যাকশন নেই, ধামাকা নেই... শুধু ইমোশন, রোম্যান্স আর বন্ধুত্বের গল্প। শাহরুখের আগের দুটি ছবির মত এই ছবি একেবারেই না। ভিন্ন স্বাদের এই ছবিতে কিং খানকে অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু, তাতে কী? তাঁর ভক্তরা বরাবরই তাঁর সঙ্গে ছিলেন। তাই, তো ডানকি এগিয়ে চলেছে নিজের গতিতে। পাঠান এবং জওয়ানের মত রাতারাতি বিরাট ব্যবসা না করলেও এই ছবি অবশেষে একটা জায়গায় পৌঁছেছে।
আগের দুটি ছবি হাজার কোটি। ওপেনিং হিসেবেই বিরাট টাকা কামিয়েছিল। সেখানে, এই ছবি এবছরের তিন নম্বর রিলিজ হিসেবে অনেক কোন উপার্জন করে প্রথম দিন। বিশ্লেষকরা আশা করেছিলেন, এমনটাই হতে চলেছে। আর দুটি ছবির মত এটি বিরাট কিছু করবে না!
কত আয় করল এই ছবি?
১৩ দিন পর, এই ছবি ৪০০ কোটির ব্যবসা করেছে। বরাবরের মতই স্লো অ্যান্ড স্টেডি খেলছেন তিনি। এর আগেও যেকটা ছবি তিনি উপহার দিয়েছেন সবকটাই সুপারহিট। ডানকি আপাতত, হিট ছবি। সুপারহিট হতে গেলে একে এখনও ১০০ কোটির ব্যবসা করতে হবে। ৫০০ কোটির ঘরে গেলেই শাহরুখ এবছরের তিন নম্বর হিট দিয়ে দেবেন।
যদিও, শাহরুখ পিছিয়ে থাকার পাত্র নন। আবারও, কাজে ফেরার কথা বলেছেন তিনি। মার্চ এপ্রিল থেকে কাজ শুরু করবেন। জানিয়ে দিয়েছেন, এবার বয়সের মতোই কোনও ছবি করবেন। যাতে তাঁকে সমান সমান মনে হয়।