পরিচালকের কথা ছাড়া একটি সিনেমায় কিছুই সম্ভব না। তাঁর সিদ্ধান্তই শেষ। ফের আরেকবার প্রমাণ করলেন রাজকুমার হিরানি। কেন? কী এমন করলেন তিনি? শাহরুখের সঙ্গে তাঁর প্রথম কাজ। ফলেই উত্তেজনা ছিল তুঙ্গে।
ডানকি শুধু দেখার নয় বরং বোঝার সিনেমা। একের পর এক তিনি এবছর হিট দিয়েছেন। কিন্তু পাঠান এবং জওয়ান দুটি ছবির নিরিখে প্রথম দিন ডানকির ব্যবসা চমকপ্রদ না। তবে, বিশ্লেষকের নিরিখে সপ্তাহের শেষে সেই বাড়তে পারে। সিনেমা দেখে মুগ্ধ অনেকেই। সিনেপ্রেমীরা তো বটেই তাঁর সঙ্গে সঙ্গে সমালোচকরাও পুরো নম্বর দিয়েছে শাহরুখকে। তবে, এসবের মধ্যেই একজনের মন খারাপ। একদিকে, শাহরুখের ছবি মানেই উৎসবের মত। কিন্তু শিল্পী শান তিনি কী বলছেন?
গায়ক নিজেই জানিয়েছেন, এই ছবিতে তাঁর একটি গান ছিল। যেটি শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হয়েছে। একদিকে যখন এক বাঙালি শিল্পী অরিজিৎ এর গান দারুণ প্রশংসা পেয়েছে। তখনই আরেক বাঙালির গান বাদ দিতে বাধ্য হয়েছেন রাজকুমার হিরানি। শান নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন...
আরও পড়ুন - জ্বলে পুড়ে ছাই হলেন ভিকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখলেন শাহরুখ!
আজ ডানকী দিবস। আমি খুব উত্তেজিত। আমি অপেক্ষা করতে পারছি না। আমি জানি, সকলের পছন্দ হবে এই ছবিটা। আমি শুধু বিতর্ক কমাতে চাই যে কেন আমার গানটা এই সিনেমায় নেই। একটা দারুন ডুয়েট গান ছিল আমার, দূর কহি দুর, শ্রেয়ার সঙ্গে গেয়েছিলাম সেটা। গানটি রেকর্ড করা হয় এবং শুটিং পর্যন্ত হয় কাশ্মীরে। কিন্তু এডিটের সময় রাজু হিরানি সেটিকে বাদ দিতে বলেন। উনি আমার সঙ্গে খুব খোলামেলা কথা বলেন। আমি এই বিষয়টাকে খুব সম্মান করি। আমি বোধ করি, সিনেমাটি আসল। এর প্রয়োজনে সবটাই করা দরকার। আশা করছি রাজু হিরানির পরের ছবিতে এই গানটি শুনতে পাবেন।
যদিও, এই ঘটনায় অনেকেই বেশ আশাহত। অর্থাৎ, শানের গান যারা পছন্দ করেন তারা এই গানটি শুনতে পেলেন না। ফলে রীতিমতো তাদের মন খারাপ। কারণ, এর আগে রাজু হিরানির ছবিতে শানের গান থাকবে না, এটা ভাবাও ছিল বারণ। শাহরুখের হয়েও অনেক গান গেয়েছেন তিনি। তবে, এবার একটি ব্যতিক্রম।