ফাটল বাজি, বেরল মিছিল! অ্যাডভান্স বুকিংয়ে হাজার হাজার টিকিট বিক্রি শাহরুখের 'ডানকি'র

দেশ জুরে উৎসব, হ্যাট্রিক করতে চলেছেন শাহরুখ! কত টিকিট বিক্রি হল?

দেশ জুরে উৎসব, হ্যাট্রিক করতে চলেছেন শাহরুখ! কত টিকিট বিক্রি হল?

author-image
Anurupa Chakraborty
New Update
Dunki : srk new release had advance booking in a range

ডানকি রিলিজের আগেই উৎসব

আর হাতে গুনে ৪ দিন। শাহরুখ এবছরের মত তিন নম্বর রিলিজ করতে চলেছেন। কিং খান ফের একবার বড়পর্দায়। তবে, এবার একদম অন্যরকম অবতারে।

Advertisment

পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ। অভিনেতা এর আগে বহুবার সুযোগ পেয়েছেন কিন্তু হারিয়েও ফেলেছেন। তাই, এই সুযোগ আর হাতছাড়া করেননি। রাজকুমার হিরানি, যাকে এ ম্যান উইথ নো ফ্লপ বলা হয়, তিনি হাত মিলিয়েছেন শাহরুখের সঙ্গে। আর তাতেই ধামাকা হবে এমন আশা করছেন সকলে।

Advertisment

গতকাল থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাহরুখ। কিন্তু আসল বুকিং শুরু হয়েছে আজ। আর টিকিট বিক্রি শুরু হতেই, ভয়ঙ্কর দৃশ্য। একের পর এক শো হাউসফুল। আসল খেলা যে শাহরুখ খেলে দিয়েছেন এটাই প্রশংসার যোগ্য। রবিবার, শাহরুখের ছবির অগ্রীম টিকিট বুকিংয়ে কী হতে পারে সেটা দেখিয়ে দিলেন শাহরুখ। দেশজুড়ে, উৎসব। সেলিব্রেশন হচ্ছে রীতিমতো। অ্যাডভান্স বুকিং রিলিজেই ফাটল বাজি, বেরোল শাহরুখের পতাকা হাতে মিছিল।

কত মাত্রায় বিক্রি হচ্ছে আজ?

বুক মাই শো অনুযায়ী, প্রতি ঘন্টায় টিকিট বুকিং বাড়ছে। শেষ ঘন্টায়, অন্তত ৩ হাজার ৮৫০ টিকিট বুকিং হয়েছে। সকাল থেকে হিসেব করলে দেখা যাবে এর সংখ্যা অনেক। শাহরুখের ছবি রিলিজ বলে কথা, বিশেষ কিছু তো হতেই হবে।

শহর কলকাতায় আপাতত, ফার্স্ট শো দেওয়া হয়েছে সকাল ৭টায়। ফার্স্ট ডে ফার্স্ট শো ক্রমাগত বুকিং বাড়ছে। বছরে হ্যাট্রিক করতে পারেন কিনা শাহরুখ, এখন এটাই দেখার অপেক্ষা।

bollywood Entertainment News SRK Birthday