তিনি গতবছর একের পর এক হিট দিয়েছেন। পাঠান স্ক্রিনে ম্যাজিক শেষ না করতেই জওয়ান এসেছিল ফুল ফোর্স নিয়ে। শাহরুখ ম্যাজিক দেখেছিল গোটা বিশ্ব। পাঁচবছর পর স্ক্রিনে ফিরে একজন মানুষ কী করতে পারেন দেখেছিল সবাই।
Advertisment
গতবছর সর্বশেষ রিলিজ ডানকি। ডিসেম্বর শাহরুখের জন্য কখনোই সুখকর না। শাহরুখ এবং রাজকুমার হিরানি জুটি, প্রথমবার একেবারেই বক্স অফিসে কামাল করতে পারেনি। মাত্র ৪৭০ কোটির ব্যবসা করেছি এই ছবি। কিন্তু, এবার OTT কাঁপানোর পালা। শাহরুখ, ইঙ্গিত আগেই দিয়েছিলেন যে এই ছবি স্ট্রিমিং হতে চলেছে। হল তাই।
শাহরুখের ডানকি রিলিজ করেছে নেটফ্লিক্সে। ফলেই যারা দেখেননি তারা এই ছবি সহজেই দেখতে পাবেন এবার। নেটফ্লিক্সের তরফে পোস্ট করে এও জানানো হয়েছিল, সকলে ব্যাগ প্যাক করে নিন। সারা বিশ্ব ডানকী দেখার পর এবার আপনাদের পালা। শাহরুখের ছবি এবার স্ট্রিমিং হচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ নিজেও জানিয়েছিলেন এমন এক সুখবর। নিজের সমাজমধ্যমে ভালবাসার বিশেষ দিনে বলেছিলেন, কিছু একটা ঘটতে চলেছে। দেখা হবে তাড়াতাড়ি। তাঁকে এও বলতে শোনা গিয়েছিল, "যে ভিসা চাই! ১৯০ টা দেশে। আর তাঁর জন্যই আজও লন্ডনের ঘরে ঘরে রাজ। এটা নতুন ব্রিটিশ রাজ। সাউথ কোরিয়াকে ভালবাসতে কে শেখাল? লাভ ইউ BTS!"
প্রসঙ্গত, এর আগে পাঠান এবং জওয়ান দুটি ছবিই অনলাইন স্ট্রিমিং করার পর আরও সাফল্য পায়। তাঁর ওপর, এমন অনেক ছবি বলিউডে রয়েছে যেগুলো অনলাইন স্ট্রিমিং এর দৌলতে ভাল জায়গা পেয়েছে। তাঁর মধ্যে OMG 2 ও রয়েছে। এমন সিনেমাও রয়েছে যেগুলি সিনেমাহলে বিরাট ফ্লপ কিন্তু অনলাইন স্ট্রিমিং- এ বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে। দেখা যাক, ডানকী সেই ক্ষেত্রে সফল হয় কিনা।
প্রসঙ্গত, একবছরে তিনটে হিট দেওয়ার মতো কাজ করতে পারেননি তিনি। কিন্তু তিনদশক ধরে যে ছবির দুনিয়ার সঙ্গে রয়েছেন সেই অনুপাতে গতবছর জীবনের সবথেকে বড় হিট দিয়ে ফেলেছেন তিনি। কানাঘুষো খবর, শাহরুখ এই বছর মে থেকেই শুরু করবেন শুটিং। মেয়ে সুহানার সঙ্গেও তাঁকে দেখা যাবে কাজ করতে।