বছরের তিন নম্বর হিট দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। শাহরুখ খানের তরফে, ডানকি ছিল অন্যতম হাতিয়ার। যদিও, বিশ্লেষকরা মনে করেছিলেন, এই ছবি সেভাবে জনপ্রিয়তা পাবে না। হলও তাই।
শেষ দুদিন, মাত্র ৫৮ কোটির ব্যবসা করেছে এই ছবি। হিট হতে গেলে লাগবে কমপক্ষে ১৫০ কোটির ব্যবসা। সালার ঝড়ে শাহরুখের নতুন ছবি অনেকটাই ক্ষতিগ্রস্থ। তবে, কিং খান বসে থাকার পাত্র নয়। তিনি জানিয়েছিলেন, অন্তত ৬টি ছবি তিনি করবেন। কারণ, ছেলে আব্রাম তার স্টারডম এখনও দেখেননি। আগামীতে কবে শুরু করবেন নতুন কাজ?
শাহরুখ, ডানকির মাঝেই জানিয়ে দিলেন নতুন ছবির কথা। অভিনেতা বলেন, "আমি মার্চ এপ্রিল মাস থেকেই শুরু করব নিজের ছবির কাজ। আর এবার, এমন কিছু করব যেটা আমার বয়সের সঙ্গে যায়। আমিই সেখানে প্রধান লিড, হিসেবে কাজ করব। কিন্তু, একটু নিজের সঙ্গে সাবলীল হবে তেমন।" এখানেই শেষ না। বর্তমানে সিনেমার যে ভিন্ন ধরনের প্রভাব রয়েছে সেটাও নিজে উপলব্ধি করেছেন তিনি। শাহরুখ বললেন...
আরও পড়ুন - ‘আদিপুরুষ’কেও টপকাতে পারল না! ‘ডানকি’র প্রথম দিনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ
"জওয়ান এবং পাঠান দুটোই মাস সিনেমা ছিল না। কিন্তু যেটা ছিল সেটা হল বিনোদনমূলক সিনেমা। এখন মানুষ সেটাই দেখবে, যেটা তাঁর হৃদয়কে ছুঁয়ে যাবে। মানুষের মনে জায়গা পাবে সেটি তাদের পছন্দ। আমরা অতিরিক্ত বেশি অ্যানালাইজ করি ছবি। এটা ঠিক না, কোনটা চলবে আর কোনটা না, সেটা বলতে পারা খুব মুশকিল"। এরপরই তিনি, রাজু হিরানির প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা বলেন..
"মানুষ, রাজু হিরানির ছবি দেখেছেন। সকলেই জানেন তিনি কী করতে পারেন। তাঁর সঙ্গে এও জানেন, তিনি বিনোদন দিতে পারেন মানুষকে। উনার থেকে ভাল বিনোদন দেওয়ার মানুষ আর নেই।"