একই বছরে তিনটি ছবি, শাহরুখের 'ডানকি' রিলিজ করেছে আজ। এবং দেশজুড়ে নানা জায়গায় উৎসবের আমেজ। শাহরুখের ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পরপর দুটি, অ্যাকশন ছবি উপহার দিয়েছিলেন তিনি। সেই জায়গায় একদম ভিন্ন ছবি। রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ তাঁর। পরিচালক, অন্যরকম কিছু দেবেন সেটাই স্বাভাবিক।
Advertisment
একদিকে, যখন শাহরুখের একদম ভিন্ন একটি কাজ, তেমনই অন্যদিকে দেখা যাচ্ছে আগামীকাল থেকেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সালার। প্রভাস অনেকমাস ধরে অপেক্ষা করছেন ছবি রিলিজের জন্য। আগামীকাল রিলিজ করছে এই ছবি। চার বন্ধুর স্বপ্নপূরণের গল্প এই ছবিটি। সবসময় অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করেন রাজু হিরানি। এবারও, সত্য ঘটনা অবলম্বনে সেই কাজটি করেছেন। কিন্তু...
এর পাশাপাশি আগামীকাল রিলিজ করতে চলেছে দুটি বাংলা ছবি। একটি হল, কাবুলিওয়ালা, দুই প্রধান। পরপর দুটি বিগ বাজেট ছবি, ডানকী এবং সালার এর কবলে পড়ে যেন বাংলা ছবির মূল্য না কমে যায়। সেই কারণেই এবার অনুরোধের সুর জিতু কামালেরও। অভিনেতা কী বলছেন...
তাঁর কথায়, শাহরুখ খান জিন্দাবাদ। খুব ভাল। কিন্তু কাল দুটি খুব প্রিয় ছবি রিলিজ করছে। কাবুলিওয়ালা এবং প্রধান। জাতি যেন এটাও মনে রাখে। বাংলা ছবি ভাল হলে মানুষ সেটি অবশ্যই দেখতে যান। তাঁর একটাই কারণ, বাঙালি সিনেমা বোঝা। তাদের এখন কনটেন্ট পছন্দ। দেব, গতবার বড়দিনে রিলিজ করেছিলেন প্রজাপতি - সেটিও কিন্তু দারুণ জনপ্রিয়তা পায়। এবার, সব থেকে বেশি যার দিকে নজর সেটি দেবের প্রধান।
শুধু জিতু নন, বরং অভিনেতা অঙ্কুশও এই দুটি ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, কাবুলিওয়ালার সেই চেনা চিরাচরিত গল্প। আর প্রধান দুষ্টের দমনের গল্প। বাংলার মানুষ কতটা ভালবাসা দেন সেটাই দেখার।