/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/slaar.jpg)
ডানকি বনাম সালার
আজ রিলিজ করেছে 'ডানকি', শাহরুখের এবছরের মত তিন নম্বর রিলিজ। উন্মাদনা ছিল প্রচুর। সিঙ্গেল স্ক্রিন, থেকে মাল্টিপ্লেক্স - আজ সকাল থেকেই সেলিব্রেশন। কিন্তু, ধুয়াধার অ্যাকশন ছবির পর, শাহরুখের এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
এদিকে, আগামীকাল রিলিজ 'সালারে'র। প্রভাস দীর্ঘদিন পর ফিরছেন। রাম হিসেবে তাঁকে অনেকেই অপছন্দ করেছিলেন। তবে, এবারে একেবারে ভিন্ন অবতারে। কিন্তু, শাহরুখের 'ডানকি'কে নিয়ে উঠছে নানা প্রসঙ্গ। অর্থাৎ? একথা অনেকেই জানেন প্রযোজনা সংস্থার তরফে কলকাতায় হল পাওয়ার জন্য নানা কান্ড করা হয়। শাহরুখের ছবি হলে কথাই নেই। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন, শাহরুখের ছবির স্লট নিয়ে নানা ঘটনা ঘটেছে।
এবার, মুম্বাইয়ের গেইতি গ্যালাক্সি নিয়েই বিতর্ক। শাহরুখের ছবি অধিকার করে রেখেছে বেশিরভাগ জায়গা। সেখানে, 'সালার' ছবির শো টাইমিং খুব কম। কাল রিলিজ, আজও টিকিট কাটার সুযোগ পাচ্ছেন না সিনেপ্রেমীরা? গেইতির কর্ণধার বলেন...
LATEST: Gaiety Galaxy owner Manoj Desai on #Dunki
Public is coming to book tickets for #Salaar but they're not opening it
Disappointed with this Cheap Tactics from #ShahRukhKhan for Movie
SRKs DISASTER DONKEY pic.twitter.com/k90Alrlfgt— FIGHTя (@SalmanzFighter_) December 21, 2023
"পাবলিক আসছে। যারা বুক মাই শো করতে পারেন না তারা এসেও টিকিট পাচ্ছে না। আমাদের এখানে ১৪০-১৭০ টাকার টিকিট, কিন্তু পাবলিক এসে ফিরে যাচ্ছে, গালাগাল করছে। এখনও ঝগড়া হচ্ছে। আমার নিজের খুব খারাপ লাগছে। কাল রিলিজ, কিন্তু আমরা বুকিং খুলতে পারছি না"। শাহরুখের ছবির কারণেই এই অসুবিধা? একচেটিয়া করবার করতেই প্রযোজনা সংস্থার এহেন নির্দেশ? ডিস্ট্রিবিউটরদের একাধিপত্য! ডানকির শো টাইম, স্ক্রিন বেশি.. তিনি আরও বলেন..
"এটা সম্পূর্ন ডিস্ট্রিবিউটরদের ব্যাপার। আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমার গেইতী মাল্টিপ্লেক্স। মানলাম, মারাঠা মন্দিরকে দেয়নি। কিন্তু, আমাদের এখানে সেটা হওয়া উচিত না। পুরো টাইমিং দেওয়া উচিত ছিল। এখানে দেওয়া উচিত ছিল। যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে।"