Advertisment

'ডানকি'র ডিস্ট্রিবিউটরদের একাধিপত্য! 'সালারের' অগ্রিম বুকিংয়ে নিষেধাজ্ঞা? বিস্ফোরক হলের কর্ণধার

শাহরুখের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন প্রভাস?

author-image
Anurupa Chakraborty
New Update
shah rukh khan, dunki, dunki review, dunki first day first show, dunki movie, saalaar, prabhas, prabhas new movie salaar, disaster dunki, bengali movie, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

ডানকি বনাম সালার

আজ রিলিজ করেছে 'ডানকি', শাহরুখের এবছরের মত তিন নম্বর রিলিজ। উন্মাদনা ছিল প্রচুর। সিঙ্গেল স্ক্রিন, থেকে মাল্টিপ্লেক্স - আজ সকাল থেকেই সেলিব্রেশন। কিন্তু, ধুয়াধার অ্যাকশন ছবির পর, শাহরুখের এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

Advertisment

এদিকে, আগামীকাল রিলিজ 'সালারে'র। প্রভাস দীর্ঘদিন পর ফিরছেন। রাম হিসেবে তাঁকে অনেকেই অপছন্দ করেছিলেন। তবে, এবারে একেবারে ভিন্ন অবতারে। কিন্তু, শাহরুখের 'ডানকি'কে নিয়ে উঠছে নানা প্রসঙ্গ। অর্থাৎ? একথা অনেকেই জানেন প্রযোজনা সংস্থার তরফে কলকাতায় হল পাওয়ার জন্য নানা কান্ড করা হয়। শাহরুখের ছবি হলে কথাই নেই। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন, শাহরুখের ছবির স্লট নিয়ে নানা ঘটনা ঘটেছে।

এবার, মুম্বাইয়ের গেইতি গ্যালাক্সি নিয়েই বিতর্ক। শাহরুখের ছবি অধিকার করে রেখেছে বেশিরভাগ জায়গা। সেখানে, 'সালার' ছবির শো টাইমিং খুব কম। কাল রিলিজ, আজও টিকিট কাটার সুযোগ পাচ্ছেন না সিনেপ্রেমীরা? গেইতির কর্ণধার বলেন...

"পাবলিক আসছে। যারা বুক মাই শো করতে পারেন না তারা এসেও টিকিট পাচ্ছে না। আমাদের এখানে ১৪০-১৭০ টাকার টিকিট, কিন্তু পাবলিক এসে ফিরে যাচ্ছে, গালাগাল করছে। এখনও ঝগড়া হচ্ছে। আমার নিজের খুব খারাপ লাগছে। কাল রিলিজ, কিন্তু আমরা বুকিং খুলতে পারছি না"। শাহরুখের ছবির কারণেই এই অসুবিধা? একচেটিয়া করবার করতেই প্রযোজনা সংস্থার এহেন নির্দেশ? ডিস্ট্রিবিউটরদের একাধিপত্য! ডানকির শো টাইম, স্ক্রিন বেশি.. তিনি আরও বলেন..

"এটা সম্পূর্ন ডিস্ট্রিবিউটরদের ব্যাপার। আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমার গেইতী মাল্টিপ্লেক্স। মানলাম, মারাঠা মন্দিরকে দেয়নি। কিন্তু, আমাদের এখানে সেটা হওয়া উচিত না। পুরো টাইমিং দেওয়া উচিত ছিল। এখানে দেওয়া উচিত ছিল। যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে।"

Prabhas tollywood SRK Birthday bollywood Entertainment News
Advertisment