আবারও দুর্গার হাতে দামিনী-দমন! ধারাবাহিকে নতুন অধ্যায়

দশ-এগারো বছর আগে দামিনী রায়চৌধুরীকে দমন করতে মা দুর্গা নেমে এসেছিলেন দুর্গার রূপে। নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'-তে আবারও সেই গল্প।

দশ-এগারো বছর আগে দামিনী রায়চৌধুরীকে দমন করতে মা দুর্গা নেমে এসেছিলেন দুর্গার রূপে। নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'-তে আবারও সেই গল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Damini clash reloaded after 10 years in Star Jalsha Durga Durgeshwari

বাঁদিকে দুর্গা-রূপে পায়েল দে ও ডানদিকে দামিনী রায়চৌধুরীর চরিত্রে স্বাগতা মুখোপাধ্যায়।

বছর দশক আগে স্টার জলসা-র দুর্গা ধারাবাহিকের গল্পে দামিনী রায়চৌধুরীকে দমন করতে স্বয়ং মা দুর্গা এসেছিলেন ছদ্মবেশে। 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকে আবারও বাংলা টেলিভিশনের সেই সাড়া জাগানো অধ্যায়ের পুনর্জাগরণ হতে চলেছে। এবারেও দামিনী রায়চৌধুরীর ভূমিকায় স্বাগতা মুখোপাধ্যায় এবং মা দুর্গার মানবী রূপে রয়েছেন পায়েল দে। শুরু হয়েছে দুর্গা জাগরণ অধ্যায়।

Advertisment

মাস কয়েক আগে শুরু হয়েছিল স্টার জলসা-র ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'-র সম্প্রচার। নতুন এই গল্পে মাঝেমধ্যেই মা দুর্গার মানবী রূপে দেখা গিয়েছে পায়েল দে-কে। গল্পের নায়িকা দুগ্গা-কে বাঁচাতে নানাভাবে দেখা দিয়েছেন মা দুর্গা। আবারও তাকে বাঁচাতেই নতুন করে আবির্ভাব মা দুর্গার।

আরও পড়ুন: চলছে ভোটগ্রহণ! টলিপাড়ায় ফোরামের নির্বাচন জমজমাট

গল্প অনুযায়ী দামিনী রায়চৌধুরীর চক্রান্তে জলে ভেসে গিয়েছে দুগ্গা। প্রতিমার সঙ্গে দুগ্গাকেও বিসর্জন দেওয়ার পরিকল্পনা করেছিল দামিনী। দুগ্গা (সম্পূর্ণা মণ্ডল) ভেসে গেলেও প্রাণে বেঁচে গিয়েছে। সে ভেসে উঠেছে অপরিচিত এক জায়গায় যেখানে তাকে রক্ষা করতে শিশুর বেশে এসেছেন মা দুর্গা। দেখে নিতে পারেন ধারাবাহিকের নতুন প্রোমোটি--

Advertisment


আবার অন্যদিকে দামিনী রায়চৌধুরীকে শিক্ষা দিতে তার বাড়িতেই এসে উপস্থিত হয়েছেন মানবী-রূপী মা দুর্গা। ঠিক যেভাবে অতীতের দুর্গা ধারাবাহিকে দামিনীর দমন হয়েছিল মা দুর্গার হাতে, এই ধারাবাহিকের গল্পও সম্ভবত সেই দিকেই এগোচ্ছে। পায়েল দে এবং স্বাগতা মুখোপাধ্যায় আবারও জাগিয়ে তুলেছেন টেলি-দর্শকের নস্টালজিয়া। এবারে দামিনীর দমন কীভাবে ঘটবে সেই নিয়ে কৌতূহল তুঙ্গে। আবার দুগ্গার পরিণতি কী হবে সেই নিয়েও আগ্রহ জিইয়ে রেখেছেন নির্মাতারা। সব মিলিয়ে আবারও জমজমাট ধারাবাহিক।

Bengali Serial Bengali Television