Advertisment
Presenting Partner
Desktop GIF

মুম্বইতে দুর্গাপুজোয় মাতলেন অমিতাভ বচ্চন, সুস্মিতা সেনরা

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শ্বেতা নন্দাকে একসঙ্গে দেখা গেল মা দুর্গার আর্শীবাদ নিতে। নবরাত্রির উৎসবে আজ দুর্গা অষ্টমী। সুস্মিতা সেন ও তাঁর মেয়ে রেনেও ধুনুচি নাচলেন ঘটা করেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবরাত্রির উৎসবে আজ দুর্গা আষ্টমী।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনকে একসঙ্গে দেখা গেল মা দুর্গার আর্শীবাদ নিতে। মুম্বইয়ের খারে দেখা গেল বচ্চন পরিবারকে। নবরাত্রির উৎসবে আজ দুর্গা অষ্টমী। সুস্মিতা সেন ও তাঁর মেয়ে রেনেও ধুনুচি নাচলেন ঘটা করেই। সুস্মিতা সেনের আর এক মেয়ে আলিসাকেও দেখা গেল পুজোয়। নাচের সময় সুন্দর দেখাচ্ছিল সুস্মিতা সেনকে।

Advertisment

শুধু এরাই নন, মল্লিকা শেরাওয়াতকেও দেখা গেল দুর্গাপুজোর প্যান্ডেলে।

কাজল, প্রীতি জিন্টাও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন এই পুজোর। অষ্টমীতে দুর্গার আরাধনায় ব্রতী তারকা থেকে সাধারণ মানুষ সকলেই।

বিঘ্নহর্তা গণেশ ছবির অভিনেতা অনুষ্কা পুরী ও মালখান সিংকেও দেখা গেল নবরাত্রির অনুষ্ঠানে আনন্দে মাততে। কমেডি সার্কাসের মুবীন সওদাগর, করিশ্মা শর্মা এবং সিদ্ধার্থ সাগরও উপস্থিত ছিলেন সেখানে। ইন্ডিয়ান আইডলের সলমন আলি ও নীতিন কুমার গান গেয়ে সম্মান জানালেন দেশের সেনা ও পুলিশ কর্মীদের। বিখ্যাত গানটি ছিল সন্দেশে আতে হ্যায়। দেখে নিন মুম্বইয়ের তারকাদের পুজোর আরও কিছু ছবি,

publive-image পুজোয় সুস্মিতা কন্যা আলিসা।

publive-image একসঙ্গে দেবী প্রতিমা দর্শনে সুস্মিতা সেন ও আলিসা

publive-image ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন সুস্মিতা নিজেই।

publive-image

publive-image মুম্বইয়ের খারে দেখা গেল বচ্চন পরিবারকে।

publive-image অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শ্বেতা নন্দাকে একসঙ্গে দেখা গেল মা দুর্গার আর্শীবাদ নিতে।

publive-image দেবী প্রতিমার সামনে আলিসা ও রেনে।

Read the full story in English

amitabh bachchan Durga Puja 2019 Susmita Sen kajol
Advertisment