scorecardresearch

এবার পুজো জঙ্গলেই কাটাবেন কোয়েল, মল্লিকবাড়িকে মিস করতে চলেছেন অভিনেত্রী?

পুজোয় কী কেরামতি দেখাতে চলেছেন কোয়েল?

koel mullick, mitin masi, koel mulick durga puja
এবার পুজোয় কেরামতি কোয়েলের

পুজো মানেই বিগ রিলিজ, শুধু তাই নয়। বছরের এই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। একবছর পুজোতেই রিলিজ করেছিল মিতিন মাসি। এবার পুজোয় নাকি জঙ্গলে যাচ্ছেন তিনি!

সামনেই শুরু শুটিং। সুখবর জানিয়েছেন, পরিচালক অরিন্দম শীল। ‘রক্তবীজের’ শুটিং শেষ করে এবার মিতিনের সঙ্গেই জঙ্গলে পাড়ি দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুহুরতের ছবি শেয়ার করে লিখলেন এবার পুজোয় জঙ্গলে ‘মিতিন মাসি’। এদিন, পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক থেকে অন্যান্য কলাকুশলীরা।

মুহুরতে নিজে হাতে আরতি করলেন কোয়েল। পরিচালককে জড়িয়ে ছবিও তুললেন। নববর্ষে প্রকাশ্যে এনেছিলেন পোস্টার। এবার শুধুই শুটিং শুরু করার পালা। সঙ্গে রয়েছেন পুরনো স্টারকাস্ট। পুজোয় কি তাহলে প্রোমোশনেই ব্যাস্ত থাকবেন অভিনেত্রী? সে তো সময় বলবে।

উল্লেখ্য, ‘মিতিন মাসি’ হিসেবে কোয়েল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে, জঙ্গলে যাচ্ছেন শুট করতে! বাড়ির মেয়ে কোয়েল বাড়ির পুজোতেও বেশ সক্রিয় থাকেন। এবার কি তবে, জঙ্গলেই ব্যস্ত কোয়েল? আপাতত সমস্ত মনটাই দিয়েছেন কাজে। শুটিং শুরুর ব্যস্ততা তুঙ্গে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Durga puja big release mitin masi koel mullick arindam sil