Kolkata Durga Pujo Carnival-Cyclone Shakti: ধেয়ে আসছে নিম্নচাপ, রেড রোডের পুজো কার্নিভাল নিয়ে আতঙ্কে জুন মালিয়া! কারা কারা থাকছেন?

যদিও বা প্রতিবছর বেশ কিছু তারকাকে নিশ্চিত দেখা যায়, সেই তালিকায় দেবলীনা কুমার, ঋতাভরী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়ন্তিকা কিংবা রাইমা সেন, স্বস্তিকার নাম উল্লেখযোগ্য। এবারের তারকা প্রসঙ্গে জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির...

যদিও বা প্রতিবছর বেশ কিছু তারকাকে নিশ্চিত দেখা যায়, সেই তালিকায় দেবলীনা কুমার, ঋতাভরী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়ন্তিকা কিংবা রাইমা সেন, স্বস্তিকার নাম উল্লেখযোগ্য। এবারের তারকা প্রসঙ্গে জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির...

author-image
Anurupa Chakraborty
New Update
june

যা যা বললেন জুন...

আজ বেলা গড়াতেই জমজমাট রেড রোড। কারণ আজ দুর্গাপূজোর কার্নিভাল। সেই কার্নিভালের শুরু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং দুর্গোৎসবের এই শেষ আয়োজনে যেমন উপস্থিত থাকেন রাজ্যের মন্ত্রীরা, ঠিক তেমনই তারকা সমাগম থাকে দেখার মতো। এবারও কি তাই?

Advertisment

গতবছর একদিকে যেমন পুজোর কার্নিভাল ঠিক তাঁর উল্টোপ্রান্তেই দেখা গিয়েছিল দ্রোহের কার্নিভাল। আর জি করের মর্মান্তিক ঘটনায় পুজোর কার্নিভালের দিন-ই দ্রোহের কার্নিভাল করেন প্রতিবাদীরা। এদিকে এবছর জানা যাচ্ছে প্রতিবারের তুলনায় পুজো যোগদানের সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রায় ১১৩টি ক্লাব এবারের কার্নিভালে অংশ নিচ্ছেন। ফলে রেড রোড জুড়ে প্রস্তুতি তুঙ্গে। কারা কারা থাকতে পারেন তারকার মধ্যে?

মীনাক্ষী সেশাদ্রি থাকছেন এক বিশেষ পারফর্মেন্স নিয়ে। এছাড়াও দেখা যেতে চলেছে, আরেক ড্যান্স পারফর্মারকে, তিনি ডোনা গাঙ্গুলি। যদিও বা প্রতিবছর বেশ কিছু তারকাকে নিশ্চিত দেখা যায়, সেই তালিকায় দেবলীনা কুমার, ঋতাভরী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়ন্তিকা কিংবা রাইমা সেন, স্বস্তিকার নাম উল্লেখযোগ্য। এবারের তারকা প্রসঙ্গে জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির ছোট বড় অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তারকারা প্রথমে নন্দনে আসবেন, সেখান থেকে তাঁদের রেড রোডে নিয়ে আসা হবে।

Advertisment

এই প্রসঙ্গে কী জানালেন জুন মালিয়া?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে জুন-কে ফোন করা হলে তিনি জানান, গতকাল অবধি তিনি মেদিনীপুরে ছিলেন, তবে আশা করছেন এবার সকলের উপস্থিতি পাবেন। দেব থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন এবার, এমনটাই অনুমান করছেন জুন। তবে কার্নিভাল নিয়ে বেশ কিছু আতঙ্কেও আছেন তিনি।

আবহাওয়া নিয়ে চাপঃ

দৈত্যের আকার নিচ্ছে নিম্নচাপ। গতকাল রাতেও শহর থেকে শহরতলির বিভিন্ন এলাকায় ছেঁড়া মেঘের বৃষ্টি হয়েছে। এবং অনেক জায়গায় হালকা জল পর্যন্ত জমেছে। জুনের কথায় রেড রোডে জল জমে। আর যে হারে বৃষ্টির খবর শোনা যাচ্ছে, উত্তেজনা থাকলেও এই চিন্তা পিছু ছাড়ছে না। কত ক্ষতি যদি প্রচণ্ড বৃষ্টি হয়। এবার অনেকেই আমার কাছ থেকে পাশ চেয়েছেন। সাধারণ মানুষরা পাশ চেয়েছেন। তাঁরা আসতে আগ্রহী। এবার দেখা যাক। তবে, সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে, আশা করছি আসবেন তাঁরা। নাহলে এবছর পুজোর আগে যা বৃষ্টি হল সেইসব উপেক্ষা করে মানুষ রাস্তায় বেড়িয়েছেন। যেভাবে দেড় দিনের মাথায় জলমগ্ন কলকাতা নিজের ভোল পাল্টে ফেলল, এটাই পুজোর আসল উন্মাদনা।

June Malia durga puja carnival Durga Puja