Advertisment
Presenting Partner
Desktop GIF

'খুব মনে পড়ে তোমায়…', অনুপম খেরের কারণেই চোখে জল কুমার শানুর

হঠাৎ কী হল কুমার শানুর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kuamr shanu, durga puja 2023, kumar shanu home durga puja, anupam kher, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কুমার শানু-অনুপম

কাটেনি পুজোর রেশ। সবে, গতকাল কৈলাস পাড়ি দিয়েছে উমা। সকলের মনে আজও পুজো পুজো ভাব। আনন্দ উত্তেজনা এমনকি উৎসব এখনও শেষ হয়নি, এমনই ভাবনা সকলের। তারকাদের মধ্যেও ঠিক এমনটাই ব্যাপার। মাকে পাঁচদিনের জন্য কাছে পান সকলে, তাই এত সহজে তাঁকে ছাড়া যায়। আর সামনে যখন উপস্থিত জলজ্যান্ত মা, তখন আবেগী হওয়া খুব স্বাভাবিক কুমার শানুর কাছে।

Advertisment

মুম্বইয়ে তাঁর বাড়িতে পুজো হয়। মা দুর্গার আরাধনা করতে ব্যস্ত থাকেন তিনি। কিন্তু, মৃন্ময়ী মায়ের সঙ্গে সঙ্গে নিজের মাকে ভীষণ মনে করেন তিনি। তবে, এবার অনুপম খেরের কারণেই যেন নিজের মাকে আরও একবার ফিরে পেলেন তিনি। শিল্পীর বাড়িতে তারকারা উপস্থিত থাকেন। এবার দেখা গেল অনুপম খেরকে। মাকে নিয়েই তিনি গিয়েছিলেন দুর্গোৎসবে সামিল হতে।

অনুপম নিজের মাকে নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেন। তাঁর মা, সোজা সাপটা কথা বলার জন্য বেশ জনপ্রিয়। কুমার শানু বেশ খুশি তাঁদের দুজনকে সামনে দেখে। তাই তো বললেন...

"অনুপম সাহেব তাঁর মাকে নিয়ে এসেছিলেন দুর্গা মায়ের দর্শন করতে। আমার একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি আমার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছি। ভীষণ, কাছের মুহূর্ত মনে হচ্ছিল। অনুপম, তুমি খুব লাকি যাকে সঙ্গে পেয়েছ। তোমার মা আজও তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি আমার মাকে খুব মিস করছি।"

বলিউডের বাঙালি পরিবারদের মধ্যে কুমার শানুর বাড়ি দুর্গাপূজার জন্য বেশ জনপ্রিয়। সাড়ম্বরে মায়ের পুজো করেন তিনি। সকলের আমন্ত্রণ থাকে। মুখোপাধ্যায় বাড়ির পর, এই একটি বাড়িতেই সবথেকে বেশি তারকাদের আনাগোনা দেখা যায়। তবে, এবারের মতো পুজো শেষ। আবারও একবছরের অপেক্ষা।

anupam kher Kumar Sanu Entertainment News
Advertisment