Advertisment
Presenting Partner
Desktop GIF

'আদিপুরুষ' এর শো চলাকালীন হলে ঢুকে পড়ল বাঁদর! 'জয় শ্রী রাম' ধ্বনি দিলেন দর্শকরা

স্ক্রিনের দিকেই তাকিয়ে রইল সেই অতিথি, তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Prabhas, prabhas adipurush, prabhas new film, adipurush controversy, adipurush prabhas and kriti new film, adipurush release today, adipurush songs, Sita in adipurush, আদিপুরুষ, প্রভাস, কৃতি, kriti sanon, entertainment news, today entertainment news, ie entertainment news, express entertainment news, আজকের বিনোদনের খবর, বিনোদনের খবর, latest entertainment news

আদিপুরুষের রিলিজে কী ঘটল?

রিলিজ করেছে আদিপুরুষ। তারপর থেকেই বিতর্ক। সিনেমা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। কেউ বলছেন, পরিচালকের রামায়ণ পড়া উচিৎ আবার কেউ বলছেন বাল্মীকি মুনির সম্মানে আঘাত লাগাবে এই ছবি। আবার কেউ কেউ VFX দেখে মুগ্ধ।

Advertisment

এই ছবি রিলিজের আগে থেকেই বিতর্ক ছিল দেখার মত। কখনও কৃতির পোশাক, আবার কখনও পরিচালকের সঙ্গে তাঁর সক্ষতা নিয়েও ওঠে প্রশ্ন। সিনেমাহলে নাকি বিশেষ বসার জায়গায় আয়োজন করা হয়েছিল। তবে, আজ যা হয়েছে সিনেমাহলে তাতে বেশ মজা নিয়েছেন অনেকেই। সিনেমা চলছিল তখন, স্ক্রিনে তখন দেখা যাচ্ছে মহাবলী হনুমানকে। তারপর?

তখনই দর্শকদের নজর পড়ে সিনেমাহলের অপারেটর রুমের দিকে। উঁকি দিচ্ছে একটি হনুমান। শুধু তাই নয়, স্ক্রিনের দিকে তাকিয়েও রয়েছে সে। তাঁকে দেখেই জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করেন অনেকে। কেউ কেউ বেশ মজাও পেয়েছেন এই দৃশ্য দেখে। এমন এক অতিথিকে দেখে বেশ আপ্লুত সকলে।

প্রসঙ্গত, প্রভাসের ছবি হলেও আদিপুরুষ মোটেই ভাল লাগে নি দর্শকদের। রামায়ণ মানুষের আবেগ। তাকে উল্টে পাল্টে রেখে দেওয়া হয়েছে এই ছবিতে। অযাচিত VFX, এবং ভয়ঙ্কর স্ক্রিপ্ট লাইনের কারণেই এই ছবি দেখে মাথা ব্যাথা দর্শকদের। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানোন। রাবণ হিসেবে রয়েছেন সইফ আলী খান। সূত্র অনুযায়ী, আশা ছিল শুরুতেই ১৩০ কোটি কামাবে এই ছবি, কিন্তু বোধহয় সুখকর হবে না এর যাত্রা।

bollywood Entertainment News Prabhas
Advertisment