Advertisment
Presenting Partner
Desktop GIF

বুথ পরিদর্শনের সময় ভোটারদের সঙ্গে 'সেলফি তোলার আবদার'! বাধা দিলেন বিজেপিপ্রার্থী যশ

"চণ্ডীতলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে", প্রায় ৩০টি বুথ ঘুরে বললেন যশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Yash

হেভিওয়েট প্রতিপক্ষদের মুথের ভীড়ে চণ্ডীতলায় (Chanditala) বিজেপির বাজি যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। রাজ্যের চতুর্থ দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ভোটবাক্সে আজ তাঁরও ভাগ্যগণনার লড়াই। কারণ, একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের পোড়খাওয়া নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের (TMC) ২ বারের বিধায়ক স্বাতী খন্দকার। তাই সকাল সকালই নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বুথ পরিদর্শনে বেরিয়ে পরেছেন পদ্ম শিবিরের তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। আর সেখানেই টলিউড তারকাকে একেবারে কাছ থেকে পেয়ে সেলফি তোলার আবদার জানিয়েছিলেন ভোটাররা। কিন্তু বাধা দিলেন খোদ প্রার্থীই। কারণ তাঁর কথায়, "ভোটগ্রহণ প্রক্রিয়া চলার সময়ে ভোটারদের সঙ্গে ছবি তোলা নির্বাচন বিধি-বহির্ভূত। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠতে পারে, তাই ছবি তুলিনি।"

Advertisment

পাশাপাশি চণ্ডীতলায় বিভিন্ন এলাকায় যাওয়ার পর বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্তের দাবি, "সংশ্লিষ্ট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট-ই হয়েছে। তবে সবাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে দেখে ভাল লাগছে। আজও কোনও বাড়ির মা আমাকে মা চা খাওয়াচ্ছেন, কেউ বা আবার জল এগিয়ে দিচ্ছেন। খুব ভালই সাড়া পেয়েছি।"

প্রসঙ্গত, এদিন ডানকুনির একটি বুথে টলিউড অভিনেতা যশ পা রাখতেই ভোটাররা ছবি তোলার আবদার রাখেন তাঁর কাছে। তবে, সেই অনুরোধ রাখতে পারেননি দেবাশীষ ওরফে যশ দাশগুপ্ত। "নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভোটারদের সঙ্গে ছবি তোলা নির্বাচন বিধি-বহির্ভূত। খারাপও লাগছে। তবে আশা করি, আমার অনুরাগীরা বুঝবেন কারণটা", মন্তব্য যশের।

Yash Dasgupta West Bengal Assembly Election 2021 Chanditala bjp
Advertisment