/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/yash-3.jpg)
রাজনীতির ময়দানে সৌজন্য বিনিময়। ভোট প্রচারে বেরিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবিরের দুই প্রার্থী। কাদা ছোঁড়াছুড়ি, দোষারোপ, রাগ-ক্লেশ সব দূর অস্ত। বরং একে-অপরকে দেখে হাসিমুখে কুশল বিনিময় করলেন। একজন রাজনীতির ময়দানে নবাগত এবং প্রথমবার বিধানসভা ভোটের প্রার্থী। অপরদিকে অন্যজন অভিজ্ঞ এবং বেশ কয়েকবারের নির্বাচনী প্রতিদ্বন্দী। বলছি, হুগলির চণ্ডীতলা (Chanditala) বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী যশ দাশগুপ্ত এবং মহম্মদ সেলিমের কথা। শনিবার প্রচারে বেরিয়ে হঠাৎ সাক্ষাৎ দুই বিরোধী শিবিরের পদপ্রার্থীর। আর সেই ভোটপ্রচারের ময়দানেই দেখা গেল বিরল দৃশ্য। পদ্ম শিবিরের তারকা প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং সংযুক্ত মোর্চার 'বাজি' বাম শিবিরের মহম্মদ সেলিম (Mohammed Salim), একে-অপরকে দেখে করজোরে কুশল বিনিময় করলেন।
শনিবার সন্ধেবেলা। চণ্ডীতলা জনাই রোড লালে-লাল। কারণ, প্রচার করতে বেরিয়েছেন মহম্মদ সেলিম। ঠিক সেই সময়েই সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। প্রতিপক্ষ সংযুক্ত মোর্চার হেভিওয়েটে প্রার্থীকে দেখেই তড়িঘড়ি গাড়ি থামলেন। এরপরই গাড়ি থেকে নেমে বিজেপির তারকা প্রার্থী অভিজ্ঞ রাজনীতিক সেলিমের পা ছুঁয়ে প্রণাম করেন। শুধু তাই নয়, প্রচারের ফাঁকেই মহম্মদ সেলিমের সঙ্গে কথা বলেন। ওদিকে টলিউড অভিনেতার এমন বিনম্র আচরণে আপ্লুত হয়ে যান মহম্মদ সেলিমও। আশীর্বাদ করেন বিরোধী শিবিরের 'অনুজ' প্রার্থীকে। আর এমন দৃশ্য দেখেই চণ্ডীতলার বাসিন্দারা একপ্রকার অভিভূত। কারণ, একুশের বিধানসভা ভোটে রাজ্য-রাজনীতি যেখানে উত্তাল। বিজেপি, তৃণমূল কিংবা সংযুক্ত মোর্চারা কেউই কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। প্রচারের মঞ্চে কাদা ছোঁড়াছুড়ি, দোষারোপ সর্বত্র, সেখানে যশ-সেলিমের এমন সৌহার্দ্য বিনিময় নজর কেড়েছে। উল্লেখ্য, এই প্রথমবার মহম্মদ সেলিমের মুখোমুখি হন যশ দাশগুপ্ত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/yash1.jpg)
প্রসঙ্গত, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে পদ্ম-প্রার্থী যশ দাশগুপ্তের লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা হলফ করে বলাই যায়। কারণ, একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের অভিজ্ঞ পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন এলাকার দু’বারের বিধায়ক স্বাতী খন্দকার। কাজেই দুই পোড় খাওয়া রাজনীতিকের মাঝে রাজনীতির ময়দানে নবাগত বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্তর পক্ষে আসন জেতা যে বেজায় চ্যালেঞ্জিং, তা বলাই বাহুল্য। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গেরুয়া শিবিরের তারকা প্রার্থী। তাঁর স্টার-ফ্যাক্টর বিজেপির ভোটবাক্স কতটা ভারী করতে পারে? তার উত্তর মিলবে আগামী ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কসিটেই।