Advertisment
Presenting Partner
Desktop GIF

'তৃণমূলের ললিপপ খেলে আরও ৫ বছর পস্তাতে হবে', প্রচারে 'কটাক্ষ' মিঠুনের

বৃহস্পতিবার কলকাতাতে প্রথমবারের জন্য প্রচার করতে নামছেন মোদীর তারকা সেনাপতি। বাবুল, পায়েল, শ্রাবন্তীর হয়ে ভোট চাইবেন মিঠুন।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun

ভোটপ্রচারের ময়দানে আবারও রাজ্যের শাসকদলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মিঠুন চক্রবর্তী। 'তৃণমূল-ছুট' নেতা-অভিনেতা এখন পদ্ম শিবিরের 'প্রচার-গুরু'। একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে গেরুয়া শিবিরের মূল প্রচার অস্ত্র। নির্বাচনী আবহে ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) তাই বাংলার বিভিন্ন প্রান্তে জনসভা, রোড শো করছেন বিজেপির হয়ে। সেই প্রেক্ষিতেই তৃণমূলকে (TMC) তুলোধোনা করতে চাইছেন না। একদা যাঁকে জননেত্রী হিসেবে মান্যি করতেন, একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরাস্ত করতেই পদ্ম শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। বুধবার পাঁচলা বিধানসভা কেন্দ্রে ভোটপ্রচার করতে গিয়ে বললেন, "তৃণমূলের ললিপপ খেলে আরও ৫ বছর পস্তাতে হবে।"

Advertisment

"আমাকে ভয় দেখিয়ে লাভ নেই! যত ভয় দেখাবেন, আটকাবেন, তত ভিতরে ঢুকবো" প্রচারের ময়দানে হুঁশিয়ারি মিঠুনের।

ভোটপ্রচারের ক্ষেত্রে প্রশাসনের তরফে চূড়ান্ত অসহযোগিতার কথাও শোনা গেল মিঠুনের মুখে। পাঁচলার বিজেপি প্রার্থী মোহিতলাল ঘাঁটির সমর্থনে বুধবার প্রচার করতে গিয়েছিলেন সুপারস্টার। সেখানেই তৃণমূলকে একহাত নিয়ে বলেন, "নির্বাচনের আগে ওদের ললিপপ চালু হয়ে গিয়েছে। এই ললিপপ খেলে আরও ৫ বছর এভাবে থাকতে হবে। এখানকার প্রশাসন আমাদের কোনও সাহায্য করছে না। এখানে আসার সময় ব্যাপক যানজটের কারণে দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই! যত ভয় দেখাবেন, আটকাবেন, তত ভিতরে ঢুকবো।"

চোখে রোদচশমা। গলায় মালা। পরনে গেরুয়া উত্তরীয়। বাংলার মানুষের চেনা সেই সুপারস্টার হাবভাব! এমনভাবেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রচারের ময়দানে ছুটে বেড়াচ্ছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বাড়তি করোনার প্রকোপে মাস্কে মুখ ঢাকতেও ভোলেননি তিনি! বৃহস্পতিবার কলকাতাতে প্রথমবারের জন্য প্রচার করতে নামছেন তিনি। সূত্রের খবর, প্রথমে বেহালা (Behala) পূর্ব ও পশ্চিমে পদ্ম শিবিরের দুই তারকা প্রার্থী পায়েল (Paayel Sarkar) সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হয়ে ভোটপ্রতার করবেন তিনি। এরপর টালিগঞ্জের (Tollygunge) টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকেল প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে ভোটপ্রার্থনা করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

tmc bjp mithun chakraborty West Bengal Assembly Election 2021
Advertisment