Advertisment

'ভালো ব্যবসা ফেঁদে বসেছে, সবকটার ডানা ছাঁটব', তৃণমূলকে 'হুমকি' মিঠুনের

মমতা সরকারের 'দুয়ারে রেশন' প্রকল্প বয়কট করার আহ্বানও জানিয়েছেন মহাগুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাংলায় পদ্ম ফোটানোর লড়াইয়ে গেরুয়া শিবিরের শরীক এখন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। ভোটে লড়ছেন না ঠিকই, কিন্তু নির্বাচনী প্রচারের জন্য ছুটে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন 'মোদীর তারকা সেনাপতি'। অতঃপর সেই প্রেক্ষিতেই প্রচারসভা থেকে তৃণমূলকে (TMC) তুলোধোনা করতেও ছাড়ছেন না! এবার বর্ধমানে বিজেপির হয়ে প্রচারে গিয়ে রাজ্যের শাসক শিবিরকে শাঁসানি দিলেন। মিঠুনের মন্তব্য, "খুব ভাল ব্যবসা ফেঁদে বসেছে না, সবকটার ডানা ছাঁটব।"

Advertisment

কোন প্রেক্ষিতে মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্য? আসলে, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এলে আম-জনতার দুয়ারে দুয়ারে রেশন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব বর্ধমানের (Burdwan) রায়নায় গিয়ে মমতা সরকারের এমন প্রতিশ্রুতিকেই কটাক্ষ করেছেন মিঠুন। প্রশ্ন তুলেছেন কীভাবে পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী? এখানেই থামেননি! মহাগুরুর মন্তব্য, "মাসের পয়লা তারিখেই যদি সকলে রেশন তোলেন, তাহলে ৬ কোটি লোকের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছতে ৬ কোটি লোকের প্রয়োজন। সেই ব্যবস্থা কোথায় রাজ্যে? তার মানে যতদিন না আপনার বাড়িতে রেশন পৌঁছবে, আপনার উনুন জ্বলবে না! এটা আসলে তৃণমূলের আরেকটা ব্যবসায়িক পরিকল্পনা। এরা রাজনীতি করতে আসেননি। ব্যবসা ফাঁদতে এসেছেন। আর রাজনীতি ব্যবসা নয়। রাজনীতি হল জনগণের সেবা করা। ওই রেশন ব্যবস্থা চালু হলেই মাসে ১ কোটি টাকা কামাই হবে রাজ্য সরকারের। তাই চালু করা হচ্ছে।"

এর পাশাপাশি মমতা সরকারের 'দুয়ারে রেশন' প্রকল্প বয়কট করার আহ্বানও জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। রায়নার সভা থেকেই আম-জনতার উদ্দেশে বলেছেন, "রেশন আপনার অধিকার। ভিক্ষা নেবেন না। নিজে দাঁড়িয়ে থেকে রেশন তুলবেন। ১ গ্রামও যদি কম হয়, তাহলে এই নম্বরে ফোন করবেন। এমএলএ ফাটাকেষ্ট হাজির হয়ে যাবে।"

mithun chakraborty bjp tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment