বাংলায় ভোটপ্রচারে এসে বিজেপির (BJP) নেতা-মন্ত্রীরা নারীসুরক্ষা নিয়ে একাধিকবার মমতা-সরকারকে আক্রমণ করেছেন। সোনার বাংলা গড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতিও শোনা গিয়েছে তাঁদের বক্তৃতায়। সেই প্রেক্ষিতেই তৃণমূলের (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে 'হাথরস (Hathras) ধর্ষণ-কাণ্ডে'র কথা মনে করিয়ে দিয়ে একহাত নিলেন মোদী-শাহকে। ভোট প্রচারের মঞ্চ থেকেই বললেন, "হাথরস কিন্তু মানুষের মনে এখনও তাজা। কেউ ভোলেনি সেই ভয়ংকর ধর্ষণ-কাণ্ডের কথা। নারীদের সম্মান দিতে জানে না কেন্দ্রীয় সরকার।"
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চম দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে বুধবার ছিল প্রচারের শেষ দিন। আর উত্তরবঙ্গে শেষ বেলার ভোটপ্রচারে ঝড় তুলতে তৃণমূলের 'তুরুপের তাস' উত্তরের 'ঘরের মেয়ে' মিমি চত্রবর্তী। এদিন চালসা, ধুপগুড়ি-সহ জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বিভিন্ন প্রান্তে ভোটপ্রচার করেন মিমি চক্রবর্তী। ধূপগুড়ির তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে প্রচারে গিয়ে সেখানেই বিজেপির প্রতি আক্রমণাত্মক শোনা যায় তৃণমূলের তারকা সাংসদকে।
এখানেই থামেননি মিমি। মমতার একনিষ্ঠ সৈনিক হিসেবে বিজেপির 'সোনার বাংলা' স্লোগানেরও তুলোধোনা করেছেন। তৃণমূলের সাংসদ-অভিনেত্রীর সাফ কথা, "বিজেপি বলছে, সোনার বাংলা গড়বে। সোনার বাংলা আছে বলেই গেরুয়া শিবিরের নজর আমাদের পশ্চিমবঙ্গের উপর।" এরপরই 'বহিরাগত' তোপ দেগে মিমির মন্তব্য, "আমাদের সোনার বাংলা আমাদেরই থাকবে। কোনও বাইরের লোকের হাতে তুলে দিতে রাজি নই। দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেকথা সকলেরই জানা। যাঁরা নিজেদের মেয়েদের নিরাপত্তা দিতে জানেন না, তাঁদেরকে কোনওভাবেই ভোট নয়। তাই দিদির প্রার্থীকেই ভোট দেবেন।"