ভারত বাংলাদেশ বিবাদ তুঙ্গে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যে ধর্ম হোক কিংবা ভিন্ন রাজনৈতিক বিবাদ, ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও বা একথা অজানা নয়, যে রাজনৈতিক পরিসরে এবং ক্রিকেটের মাঝে যাই হোক না কেন, বিনোদন জগতের মধ্যে কিন্তু দুই দেশের বন্ধন ছিল অন্যরকম। সেদেশের বহু তারকা এখানে কাজ করেছেন। এমনকি, এদেশের বহু তারকা বাংলাদেশে কাজ করেছেন।
আর এবার তো এই দ্বন্দ্বের মধ্যেই এল ভাল খবর। সুমন মুখোপাধ্যায়ের ছবি পুতুল নাচের ইতিকথা, যেখানে জয়া এহসান কাজ করেছেন। সেই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় নিজেও। এই ছবিটি IFFR এর প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে। বড়পর্দার ছবির লড়াইয়ে এই ছবি এগিয়ে গিয়েছে। সাধারণত IFFR এবং তাঁর থেকেও বড় কথা, বাংলাদেশ ও ভারতের বর্তমান যে বিবাদ এবং দ্বন্দ্ব তাঁর পরে এটাই ভারতের প্রথম ছবি, যেখানে বাংলাদেশের এক তারকা রয়েছেন। এবং সেই ছবি এই স্বাতন্ত্র্য অর্জন করেছে।
যদিও এই ছবি যখন নির্মাণের কাজ চলছে তখন কিন্তু, ইন্দো বাংলদেশে পরিস্থিতি বেশ জটিল ছিল। তারপরেই এই ছবি বেশ অন্যরকম গুরুত্ব পাওয়ায় ছবির পরিচালকের বক্তব্য, নমিনেশন পাওয়ার অন্যরকম মজা যেমন রয়েছে ঠিক তাঁর থেকেও বড় চাওয়া এটাই, সিনেমার ক্ষমতা যেন এই দুই দেশের রাজনৈতিক বিবাদ এবং বিদ্বেষকে কমিয়ে ফেলতে পারে। অন্যদিকে জয়া, যিনি নিজেও দুই বাংলাতেই সমান জনপ্রিয়, তিনি কী বলছেন?
জয়ার কথায়, আমি খুব আনন্দিত যে এমন একটি ভারতীয় ছবির সদস্য আমি। এবং সেটা IFFR এ মনোনয়ন পেয়েছে। আমি তো সেই চরিত্রটা পেয়েও খুব খুশি হয়েছিলাম। কুসুম মানিক বন্দোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। এখানেই শেষ না। জয়া এমনও জানান, যে দুই দেশের মধ্যে সংস্কৃতির যে আদান প্রদান হয়, তাঁর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। অভিনেত্রীর কথায়...
"আমি দুই দেশের সিনেমার অনুরাগী। দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান প্রদান হোক এটা তো আমি চাই। যাতে আমার মত যারা বিনোদনের সঙ্গে যুক্ত, তাঁরা একসঙ্গে কাজ করতে পারি। এবং দুই দেশের কাজ সমৃদ্ধ হয়।"
IFFR কী?
দূরপ্রাচ্য এবং উন্নয়নশীল দেশগুলির বিকল্প, উদ্ভাবনী এবং অ-বাণিজ্যিক চলচ্চিত্রের প্রচারক হিসাবে IFFR বেশ গুরুত্বপূর্ন। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (IFFR) হল একটি বার্ষিক ফিল্ম ফেস্টিভ্যাল যা জানুয়ারির শেষে নেদারল্যান্ডের রটারডামের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। যা স্বাধীন এবং পরীক্ষামূলক চলচ্চিত্রের উপর বেশি গুরুত্ব দেয়।