Advertisment
Presenting Partner
Desktop GIF

শুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা! মারাত্মক জখম প্রিয়াঙ্কা, তড়িঘড়ি অস্ত্রোপচার

অস্ত্রোপচার করে অভিনেত্রীর পায়ে বসানো হবে প্লেট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyanka Sarkar, Priyanka Sarkar health update, Priyanka Sarkar hospitalized, tollywood, প্রিয়াঙ্কা সরকার, হাসপাতালে প্রিয়াঙ্কা, কবে বাড়ি ফিরছেন প্রিয়াঙ্কা সরকার, bengali news today

প্রিয়াঙ্কা সরকার

শুক্রবার গভীর রাতে শুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা! মদ্যপ বাইকচালকের ধাক্কায় গুরুতর জখন হন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। পাশাপাশি অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে অর্জুনের আঘাত ততটা গুরুতর না হলেও পায়ের হাড় ভেঙেছে প্রিয়াঙ্কার। যার জেরে অভিনেত্রী বর্তমানে হাসপাতালে। চোট এতটাই মারাত্মক যে, চিকিৎসকরা আজই, অর্থাৎ শনিবার বিকেলেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisment

ঠিক কী ঘটেছে? শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ রাজারহাটের পেঁচার মোড়ের কাছে 'মহাভারত মার্ডারস' নামে এক ওয়েব সিরিজের শুট চলছিল। তারই শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন। সেইসময়ে কর্ডন ভেঙে আচমকাই ঢুকে পড়েন এক মত্ত বাইক চালক। সজোরে এসে ধাক্কা মারেন প্রিয়াঙ্কাকে। ছিলেন অর্জুনও। দু'জনেই তৎক্ষণাৎ ছিটকে পড়েন। যার জেরে বড়সড় ক্ষতর সৃষ্টি হয় অভিনেত্রীর শরীরে। এমনকী, ডান পায়ের দুটো হাড়ও ভেঙে গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। চোট পান অর্জুনও।

<আরও পড়ুন: পাঞ্জাবে কৃষক বিক্ষোভের মুখে কঙ্গনা, ‘ক্ষমা চান’ গাড়ি ঘেরাও করে প্রতিবাদ>

আহত দুই তারকাকে প্রাথমিক চিকিৎসার জন্য তড়িঘড়ি স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ভোররাতে পরিস্থিতি বেগতিক দেখে মুকুন্দপুর আমরিতে ভর্তি করা হয় প্রিয়াঙ্কাকে। মদ্যপ বাইকচালক পলাতক। এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি।

প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অর্জুন চক্রবর্তীকে। তবে এক্স-রে করলে দেখা যায় অভিনেত্রীর ডান পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। গুরুতর চোট টিবিয়ায়। যার জেরে, শনিবারই অস্ত্রোপচার করে ভাঙা হাড় জোড়া লাগাতে পায়ে প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়, 'ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন'। এই প্লেট অভিনেত্রীর ভাঙা হাড় জুড়তে সাহায্য করবে। ভবিষ্যতে প্রিয়াঙ্কার হাড় জুড়ে গেলেও প্লেট সরানো হবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

priyanka sarkar arjun chakraborty tollywood Entertainment News
Advertisment