'মাস্ক পরা নিয়ে চ্যাঙরামো নয়', রাজনৈতিক রং-দল নির্বিশেষে নেতা-কর্মীদের কাছে আর্জি দেবের

কাদা ছোঁড়াছুড়ি কিংবা দোষারোপ নয়, সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ভোটপ্রচারের ময়দানেও তার অন্যথা হল না।

কাদা ছোঁড়াছুড়ি কিংবা দোষারোপ নয়, সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ভোটপ্রচারের ময়দানেও তার অন্যথা হল না।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

ভোটের রঙ্গমঞ্চে করোনা (Covid-19) কোন ছাড়! মাস্ক পরার বালাই নেই। সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে ভোটের প্রচার। ওদিকে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ আন্তর্জাতিক বেড়াজাল টপকে ভারতে তথা রাজ্যেও প্রবেশ করেছে। নিত্যদিন হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কিন্তু তাতেও লোক-লস্কর নিয়ে নির্বাচনী (West Bengal Assembly Election 2021) প্রচার আটকে নেই। সেই প্রেক্ষিতেই এবার ভোটপ্রচারের ময়দানে তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা দেব হাঁটলেন অন্য পথে। বাংলার বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একনিষ্ঠ সৈনিকের মতো প্রচার করতে গিয়ে নিজে তো সুরক্ষাবিধি অবলম্বন করছেন-ই উপরন্তু বিরোধী শিবিরপক্ষকেও করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরার আর্জি জানালেন দেব (Dev)।

Advertisment

আসলে কাদা ছোঁড়াছুড়ি কিংবা দোষারোপ নয়, সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ভোটপ্রচারের ময়দানেও তার অন্যথা হল না। রাজনৈতিক রং-দল নির্বিশেষে নেতা-কর্মী-সমর্থকদের এমন অতিমারী আবহে মাস্ক পরার আর্জি জানালেন তিনি। কারণ, তাঁর কাছে রাজনীতি উর্দ্ধে গিয়েও মানবতাই আসল। তাই এক্ষেত্রেও সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি।

তৃণমূলের হয়ে সম্প্রতি কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে ভোট প্রচার করতে গিয়েছিলেন। সেখানে নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে রাজনীত-ভোটের কথা বলার আগেই সব দলের কর্মীদের মাস্ক পরার জন্য অনুরোধ জানালেন অভিনেতা তথা সাংসদ। দেবের মন্তব্য, 'ভোটের কথায় আসব, তবে তার আগে বলি, খুব খারাপ পরিস্থিতি আসতে চলেছে। আপনারা সতর্ক থাকুন। যে দলের কর্মী-ই হোন আপনি, যে জনসভাতেই সমর্থন করতে যান না কেন, মাস্ক পরতে ভুলবেন না। মাস্ক পরা নিয়ে চ্যাঙড়ামো নয়, সম্প্রতি সংক্রমণ ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।'

Cooch Behar Dev COVID-19 tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021