scorecardresearch

‘নিন্দুকেরা তো বলবেই…’, বউয়ের গালে চুমু এঁকে ‘অহেতুক’ উত্তেজনা থামালেন দুর্নিবার!

মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদ, তারপর ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে… নেটজনতার রোষের মুখে গায়ক।

durnibar saha, durnibar saha marriage, durnibar saha facebook post, durnibar saha oindrila sen marriage post, durnibar saha second marriage, durni mohor
দুর্নিবার – মোহরের বিয়ে

দুই বছরে দুটো বিয়ে! দুর্নিবার সাহার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম শোরগোল। বিশেষ করে সকলেই আক্ষেপ করছেন তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে। কত সহজে একটা সম্পর্ক ভুলে যাওয়া যায়, এই নিয়েও চর্চায় রয়েছেন গায়ক।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সহকারী ঐন্দ্রিলা সেন অর্থাৎ মোহরকে বিয়ে করেছেন দুর্নিবার। এদিকে, মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদ এবং বিবাদ নিয়ে কখনোই মুখ খোলেন নি শিল্পী। তার পরে পরেই মোহর এবং দুর্নিবারের সম্পর্ক লোকনজরে আসে। এদিকে, বিয়ের পর থেকেই দুর্নিবারকে ঘিরে নানান মন্তব্য। মীনাক্ষীর সঙ্গে প্রতারণা করেছেন তিনি? নেটজনতার মন্তব্যে কী বললেন গায়ক?

নিজেদের সম্পর্ক নিয়ে সবসময়ই খুব সাবলীল আচরণ করেছেন দুর্নিবার। কোনও রাখঢাক নেই। তাই তো এবারও সমস্ত নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পরেই এক মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। নতুন বউয়ের গালে চুমু এঁকে দিচ্ছেন তিনি। আর সেই ছবি দিয়েই জানালেন, যে যাই বলুক, ডোন্ট কেয়ার ভাব নিয়েই রয়েছেন তিনি। লিখলেন, “যখন আমরা আলোর রোশনাই দিয়ে আমাদের সংসার সাজাব তখন কিছু মানুষ নিজেদের কালো মনের পরিচয় দিয়ে অহেতুক খারাপ মন্তব্য করবে”।

আরও পড়ুন [ ‘একদম সহ্য হয় না আমার..’, আলিয়ার স্বভাব দোষে রেগে আগুন রণবীর ]

যদিও, দুর্নিবারের এই ছবিতেও লোকজন এমন কিছু মন্তব্য করলেন যাতে বিরক্ত সে নিজেও। কেউ বললেন, নিজেকে নিয়ে ট্রোল করে কি পাও? আবার কেউ বললেন, মন নাকি পাহাড়ের ঢাল? মীনাক্ষীর সঙ্গে বিয়ে ভেঙেছেন দুর্নিবার, তারপর থেকেই যত উত্তেজনার শুরু। এতবছরের সম্পর্ক তারপর বিয়ে, কিন্তু বেশিদিন টেকেনি সেই বন্ধন। যদিও মীনাক্ষীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আজও জ্বলজ্বল করছে দুর্নিবারের সঙ্গে কাটানো সব মুহূর্ত।

উল্লেখ্য, দ্বিতীয় বিয়ে হতে না হতেই লোকজন তাঁকে তৃতীয় বিয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ তাঁর পক্ষেও কথা বলছেন। এদিকে, বিয়ের দিন বরকর্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেছে মুখ্য ভূমিকায়। কিন্তু আজও দর্শকদের রোষানলে দূর্নি মোহর। তাঁদের কথায়, এই বিয়েটা কদিন টেকে সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Durnibar saha posted picture wit wife mohor said everybody react to something