Advertisment
Presenting Partner
Desktop GIF

রহস্যে জমজমাট সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'

থ্রিলার মানেই সৃজিত মুখোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এবারের তার অন্যথা হবে না বলেই ঠাওর হচ্ছে। অন্তত তাঁর পরের ছবির ঝলক সেই দিকেই ইঙ্গিত করছে। খুন, রহস্য, প্রেমে মোড়া ‘দ্বিতীয় পুরুষ’-এর ট্রেলার মুক্তি পেল।

author-image
IE Bangla Web Desk
New Update
dwitiyo purush

'দ্বিতীয় পুরুষ'-এর একটি দৃশ্যে পরমব্রত-রাইমা।

‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’, যদিও এই শেষের পথে হাঁটলেন না সৃজিত মুখোপাধ্যায়। থ্রিলার মানেই সৃজিত মুখোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এবারের তার অন্যথা হবে না বলেই ঠাওর হচ্ছে। অন্তত তাঁর পরের ছবির ঝলক সেই দিকেই ইঙ্গিত করছে। খুন, রহস্য, প্রেমে মোড়া 'দ্বিতীয় পুরুষ'-এর ট্রেলার মুক্তি পেল।

Advertisment

'বাইরে শ্রাবণ'-এর পরের ছবি হওয়ায় এই ছবিতেই কিছু পুরনো চরিত্রদের পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছিল। প্রবীর রায়চৌধুরী ও নিবারণ চক্রবর্তীর মৃত্যু হয়েছিল আগেই ছবিতে, সেই অঙ্কেই পরের ছবিতে তাদের দেখা মিলল না। তবে নয়া লুকে আবির্ভাব হল অনির্বাণ ভট্টাচার্যের।

আরও পড়ুন, শুভ মহরৎ: অরিন্দমের ‘মায়াকুমারী’-র যাত্রা শুরু

এই ছবিতে অক্ষর নিয়ে খেলাটা বোধহয় দেখবেন না দর্শক। সম্পূর্ণ অন্য মোড়কে আসতে চলেছে এই ছবি। কাহিনির প্রয়োজনে এসেছে নতুন চরিত্ররা। আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে একটি ছোট চরিত্রে। কিন্তু অনির্বাণের পাশাপাশি ছবিতে ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটাও চমকে দেওয়ার মতো। ট্রেলারের ঝলকে সে রকমই মনে হচ্ছে।

গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। ‘দ্বিতীয় পুরুষ’-এ রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ। পুজোর পরেই শুটিং শুরু হয়েছিল এই ছবির। সম্ভবত জানুয়ারীতে মুক্তি পাবে ‘দ্বিতীয় পুরুষ’।

tollywood Abir Chatterjee parambarata chatterjee anirban bhattacharya Raima Sen Srijit Mukherji Bengali Cinema
Advertisment