Advertisment

East Mohun Protest-Debdut Ghosh: আজীবনের ইস্টবেঙ্গল ফ্যান প্রণাম করবেন মোহনবাগানীর মাকে, দেবদূতের গর্ব দেখে কে...

RG Kar tragedy: নানা ভিডিও, এবং ছবি সমাজমাধ্যমে ভাইরাল করা হয়েছে। সেখানে যেমন স্লোগান উঠেছে, তেমনই দেখা গিয়েছে তিন দলের সমর্থকরা এক হয়েছেন যখন, তখন ডার্বি গ্রামেই থাকল, আর মনুষত্ব জিতে গেল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
East Bengal fan debdut Ghosh on a mohunbagan fan said I'll touch your mother's feet for sure on RG kar rape protest

ইস্ট-মোহনের প্রতিবাদে গর্জে উঠল শহর...

'ডার্বি কাড়বি কেড়ে নে, মেয়েটাকে ফিরিয়ে দে...', গতকাল আন্দোলন কেমন হয়, সেটাই যেন দেখিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা। একে অপরের পাশে দাঁড়িয়ে একটা মেয়ের হয়ে গলা চড়িয়েছেন তাঁরা। পুলিশের লাঠিচার্জকেও তোয়াক্কা না, বরং একটি মেয়ের জন্যই তাঁরা ন্যায় বিচার চাইতে নেমেছেন।

Advertisment

নানা ভিডিও, এবং ছবি সমাজমাধ্যমে ভাইরাল করা হয়েছে। সেখানে যেমন স্লোগান উঠেছে, তেমনই দেখা গিয়েছে তিন দলের সমর্থকরা এক হয়েছেন যখন, তখন ডার্বি গ্রামেই থাকল, আর মনুষত্ব জিতে গেল। তবে, সবথেকে বেশি জোরালোতম ছবি একটাই, যেখানে একজন মোহনবাগান সমর্থক এক ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে উঠিয়ে স্লোগান দেয়।

দুই সমর্থকের এহেন ভাতৃত্ব নজর কেড়েছে গোটা বাংলার। তারা বলছেন, এই দৃশ্য যেন বজায় থেকে যায় সারাজীবন। গতকাল, দুই দলের সমর্থকরা যেভাবে একে অপরের খেয়াল রেখেছেন, সামনে দাঁড়িয়ে থেকেছেন সেটাও নজিরবিহীন। আর এই ছবিটিতে গোটা এতগুলো বছরের, যে বিভেদ, সেটাই যেন ঘুচে গিয়েছে। দল নির্বিশেষে, তাঁরা ভালবাসা জানিয়েছেন।

কিন্তু, দেবদুত ঘোষ সোজা যা বললেন, সেটি প্রশংসার যোগ্য। অভিনেতা বলছেন, "ভাই তোর ঠিকানা দিস... আমি আজীবন ইষ্ট বেঙ্গল! কিন্তু তুই আমার ভাইকে কাঁধে নিয়েছিস! বিজয়ার দিন ,যতদিন বেঁচে আছি... তোর মাকে প্রণাম করে আসবো।জয় মোহনবাগান!জয় ফুটবল!"

বাঙ্গাল ঘটি এক হতেই, কেউ যেন একজন ভয় পেয়েছেন... তাঁরা স্লোগান দিচ্ছেন এমনই। গতকাল পুলিশের লাঠিচার্জ পর্যন্ত তাদের থামাতে পারেননি। তাঁরা এক হয়েছেন মেয়েটিকে ন্যায় বিচার দিতে।

Entertainment News
Advertisment