Actress hospitalized: সামনে সাজানো ডিজাইনার ড্রেস, জুয়েলারি। অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি তুঙ্গে। কিন্তু, শুরুর আগেই সব শেষ!! অনুষ্ঠানের মঞ্চে পৌঁছনোর পরিবর্তে সোজা পৌঁছে গেলেন হাসপাতালে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন বিগ বস ১৮-এর প্রতিযোগী এডিন রোজ। গত শনিবার আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে কী কারণে ভর্তি হয়েছেন সেটা অবশ্য এখনও অজানা। বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে একটি মনখারাপি পোস্ট। এডিন ইনস্টা স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে লিখেছেন, 'আর কোনওদিন এখানে আসতে চাই না।'
/indian-express-bangla/media/post_attachments/5f32ac18-a03.jpg)
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার আগে এই ঘটনায় হতবাক খোদ এডিন রোজ। স্বপ্নপূরণের পথে এই বাধা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। শনিবারও হাসপাতালের বিছানার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'একেই বলে সত্যিকারের নজর লাগা। অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ডিজাইনার আউটফিট, হেয়ার মেকআপ, জুয়েলারি, পাপারাজ্জি সব যখন অপেক্ষারত ঠিক কয়েক মুহূর্ত আগে ইর্মাজেন্সিতে ভর্তি হতে হল। জীবন সত্যিই খুব অদ্ভুত ও অনিশ্চিত। আমার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন।' তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
/indian-express-bangla/media/post_attachments/ad46be94-fab.jpg)
বিগ বস ১৮-এ এডিন ডিম্পলপ্লাস্টির কথা স্বীকার করেছিলেন। Instant Bollywood-এর সঙ্গে চ্যাট শোয়ে বলেন, 'আমার মনে হয় বিগ বসে বলেছিলাম এই ডিম্পলগুলোর জন্য আমি ডিম্পলপ্লাস্টি করেছি। যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। আর সেই বিষয়ে খোলাখুলি কথা বলতেও আমার কোনও সমস্যা নেই। আমার মনে হয় এটি আমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যদি কোনোদিন মনে হয় এটা আমার জন্য মানানসই নয়, তখন মুছে ফেলব। অস্ত্রোপচারের মাধ্যমে স্থায়ীভাবে এটা হয় কিনা সেই বিষয়ে আমি সত্যিই জানি না।'
আরও পড়ুন সামনে সাজানো ডিজাইনার ড্রেস-জুয়েলারি, শেষ মুহূর্তে সব শেষ! হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি অভিনেত্রী
বিগ বস ১৮ ছাড়াও এডিন বেশ কিছু মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন। বোল্ড পার্সোনালিটির জন্যই সকলের নজর কাড়েন এডিন। সোশ্যাল মিডিয়াতে রয়েছে নজরকাড়া ফলোয়ার্স। নিয়মিত ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবনের নানা আপডেট দেন এডিন। তবে তাঁর আচমকা অসুস্থ হয়ে যাওয়ার খবরে চিন্তিত ভক্তরা।