ক্যামেরার সামনে যেমন দাপট, তেমন ব্যক্তিগতজীবনেও সোজাসাপটা চঞ্চল চৌধুরী। শব্দ-সৃজনে মনোভাব ব্যক্ত করতে তাঁর জুড়ি মেলা ভার! স্পষ্টবাদী। তবে মাটির মানুষ। আর সেই তিনিই কিনা ইদে বিস্ফোরক কথা বলে ফেললেন! শেখালেন শিষ্টাচার।
Advertisment
পর্দার মৃণাল সেনকে নিয়ে এখন হইচইয়ের অন্ত নেই। উপরন্তু পদাতিক-এ চঞ্চলের লুক প্রকাশ্যে আসার পর থেকে দুই বাংলার অনুরাগীদের মনে তাঁকে ঘিরে কৌতূহলের ঝড় উঠেছে। অবিকল যেন মৃণাল সেন। অতঃপর অভিনেতা যে বর্তমানে বেশ ফোকাসে, তা নিয়ে সন্দেহ নেই। তবে খুশির ইদের দিন ঝাঁজালো কথা বললেন চঞ্চল চৌধুরী। পাঠ দিলেন ভদ্র এবং মানবিক হওয়ার।
সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। অতঃপর ফেসবুক পোস্টে ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেতা যা লিখেছেন, তা নিয়ে শোরগোল একেবারে। চঞ্চল লিখলেন, "যে কোনও ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে,তাঁকে অন্ততঃ ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…। অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই।" এখানেই অবশ্য থামেননি তিনি। রসিকতা করে পোস্টে জুড়েছেন, "বুঝলে বুঝপাতা। না বুঝলে তেজপাতা। সবাইকে ঈদ মুবারক… আসুন সবাই মানবিক ও ভদ্র হই।"
তবে কার উদ্দেশে বা কোন ঘটনায় মনোক্ষুণ্ণ হয়ে চঞ্চল এমনটা লিখেছেন? তা অধরাই রয়ে গিয়েছে। এদিকে চঞ্চলের পোস্টে রসিকতা করে এপার বাংলার অভিনেতা জিতু কমল লিখেছেন, "কি হইলো কি, এতো রাগ দেখান ক্যানে!!" পাল্টা উত্তর দিলেন পদ্মাপারের অভিনেতাও। অনুরাগীদের সিংহভাগ চঞ্চলের এমন পাঠে সমর্থন করে ইদের শুভেচ্ছা জনিয়েছেন অভিনেতাকে।