scorecardresearch

‘খুব গরম, আল্লাহ.. মেঘ দে, পানি দে’, হাসফাঁস গরমে ইদে বৃষ্টি চেয়ে ‘মোবারক’ মীরের

অনুরাগীদের ইদের শুভেচ্ছাবার্তা মীর আফসার আলির।

Eid 2023, Mir Afsar Ali, Mir Afsar Ali Eid, Bengal weather update, Kolkata temparatute, মীর আফসার আলি, ইদ, ঈদ ২০২৩, ইদ ২০২৩, কলকাতার তাপমাত্রা, বাংলার আবহাওয়া, কলকাতার গরম, টলিউডের খবর
মীর আফসার আলি

প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এক পশলা বৃষ্টির আশায় চাতক পাখির মতো দিন গুনছেন সকলেই। নিত্যদিন ৪০ ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গী করেই অফিস-কাছারির কাজ করতে হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বাইরে পা রাখাই যেন দায়! গরমের দাপটে যখন তিলোত্তমাবাসীর প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই ঈদে আল্লাহর কাছে ‘বৃষ্টি-ম্যাজিক’ চাইলেন মীর আফসার আলি।

মারাত্মক এই দাবদাহের হাত থেকে গোটা বাংলাকে রক্ষা করতে মীরের একটাই প্রার্থনা, আল্লাহ এবার খানিক বৃষ্টি দিন..। এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল করতে হচ্ছে সকলকেই। আর সেই জন্যই আল্লাহর কাছে গরম কমানোর আর্জি সঞ্চালক-অভিনেতার।

ফেসবুক পোস্টে মীর আফসার আলি লিখেছেন, “এবার এই ঈদে আল্লাহ সত্যি সত্যি মেঘ দে, পানি দে. ছায়া দে..। খুব গরম, আল্লাহ। রেহেম আল্লাহ।” এই পোস্টের সঙ্গেই পাশাপাশি সকলকে ঈদ মোবারক-বার্তা পাঠান তিনি। মীরের এই পোস্টে ইতিমধ্যেই অনুরাগীদের শোরগোল। কেউ তাঁকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ঠিকই লিখেছেন দাদা।’ তো কেউ বা আবার উপদেশ-স্বরূপ লিখেছেন, ‘গাছ-পালা বসাও তাহলেই রেহেম করবে আল্লাহ। ঈদ মোবারক।’ অনেকেই মীরের পরিবার, বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাল্টা।

প্রসঙ্গত, ফি বছরই এই ঈদের দিনে পরিবারের সঙ্গে সময় কাটান মীর আফসার আলি। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের জন্য কিলো কিলো বিরিয়ানি রাঁধেন তাঁর মা। উল্লেখ্য, গতবছরই জনপ্রিয় রেডিও স্টেশন থেকে বিদায় নিয়েছেন মীর আফসার আলি। যাতে কিনা অনেক মীর-ভক্তদেরই মন ভেঙেছে। তবে সঞ্চালক-অভিনেতার নতুন কাজ গপ্পো মীরের ঠেক শুরু হওয়াতে তাঁরা খুশি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Eid 2023 mir afsar ali wishes on eid wants rain from allah