আইনি জটিলতায় পড়েছেন প্রযোজক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর। এএলটি বালাজির ওয়েব সিরিজ 'গান্দি বাত'-এর একটি পর্বে নাবালিকাদের নিয়ে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে ওয়েব সিরিজ 'গন্দি বাত'-এর ষষ্ঠ মরসুম সম্পর্কিত। মুম্বই পুলিশ জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে স্ট্রিম হওয়া এই সিরিজে নাবালিকাদের অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। তবে এই বিতর্কিত এপিসোডটি আপাতত এই অ্যাপে স্ট্রিমিং হচ্ছে না। এদিকে গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একতার ড্রামা ছবি 'লাভ, সেক্স অউর ধোখা ২'।
'এলএসডি ২' ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। একটি চিন্তা-উদ্দীপক পোস্টার সহ, এই সিনেমাটি সমাজের এক বিচিত্র দিক তুলে ধরেছিল। যদিও, বা টেলিভিশনের দুনিয়ায় একতা কাপুর প্রযোজক হিসেবে যথেষ্ট জনপ্রিয়। অনেক বছর ধরে ভিন্ন শো প্রযোজনা করে এসেছেন।
যার মধ্যে নাগিন খুবই জনপ্রিয়। এছাড়া, কহানি ঘর ঘর কী থেকে কাসৌটি জিন্দেগি কী... রয়েছে অনেক শো।