কসৌটির মতো ক্লাসিক লাভস্টোরি অনেকভাবে বলা যায়: একতা কাপুর

‘কসৌটি…’ নতুন ভার্সনের কাজ প্রায় শেষ। পর্দায় আসার জন্য তৈরি প্রেরণা ও অনুরাগ। মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে এরিকা ফার্নান্ডেজ ও পার্থ সামথনকে।

‘কসৌটি…’ নতুন ভার্সনের কাজ প্রায় শেষ। পর্দায় আসার জন্য তৈরি প্রেরণা ও অনুরাগ। মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে এরিকা ফার্নান্ডেজ ও পার্থ সামথনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেগার শুটিং চলছে পুরোদমে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে আসছে 'কসৌটি...'

'কসৌটি জিন্দেগি কি'-র নতুন এপিসোড নিয়ে তৈরি টিম একতা কাপুর। এরিকা ফার্নান্ডেজ, পার্থ সামথন ও হিনা খান আসছেন টেলিভিশনের পর্দায় নতুন অনুরাগ, প্রেরণা এবং কমলিকার বেশে। মেগার শুটিং চলছে পুরোদমে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে আসছে 'কসৌটি...'।

Advertisment

কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম একতা কাপুরকে জিজ্ঞেস করেছিল একদিকে 'কসৌটি' অন্যদিকে 'লায়লা মজনু' - ক্লাসিক লাভস্টোরিগুলো সামলাতে অসুবিধে হচ্ছেনা?- একতা হেসে জবাব দেন, ''আমার মতে ভালবাসাই ক্লাসিক। বারবার বলা যেতে পারে এই গল্প। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে নতুন চরিত্ররা আসবে, কিছু পরিবর্তন আসবে ঠিকই, কিন্তু অনুভূতিটা সবসময় একই থাকতে হবে।"

আরও পড়ুন, একতা কাপুরের প্রেম নিয়ে প্রশ্ন করলেন শাহরুখ খান

Advertisment

সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন একতা কাপুর, তাও আবার শাহরুখ খানের সঙ্গে। আর কিং খান যেখানে থাকবেন, সেখানে প্রেম নিয়ে আলোচনা হবে না, তাও কি সম্ভব? একতা কে জিজ্ঞেস করে বসেছিলেন তাঁর প্রেমের কাহিনি। তবে কম যান না একতা কাপুরও। একতা প্রেম করছেন কিনা এর উত্তরে বলিউড বাদশাকেই লভ ইউ বলেছিলেন তিনি। বলিউড বাদশা অভিভূত হয়েছেন প্রেমের প্রতি একতার উৎসাহ দেখে।

প্রসঙ্গত, ২০০১ সালে স্টার প্লাসে শুরু হয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি’। যার প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল শ্বেতা তিওয়ারি ও কানেজ খানকে। অনুরাগ ও প্রেরণার গল্পই সেই সময় এই শোয়ের টিআরপি বাড়িয়েছিল। এবার সেই গল্পকেই নতুন মোড়কে আনতে চলেছে বালাজি। চিত্রনাট্যকে সময়োপযোগী করতে চেয়েছেন একতা কাপুর।

কসৌটির টাইটেল ট্র্যাক নতুন করে তৈরি করার জন্য কিছুদিন আগেই বাবুল সুপ্রিয় ও প্রিয়া ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন একতা কাপুর।

ekta kapoor