Ekta Kapoor: 'ভাল মেয়েরা ইতিহাস তৈরি করে না', ব্যান করা হল ALTBalaji! যৌন কন্টেন্ট নিয়ে স্পষ্টবাদী একতা

একতা বলেন, তিনি যখন ALTT (পূর্বে ALTBalaji) এর দায়িত্বে ছিলেন, তখন প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে 'অফেন্ড' করতেন। এক পর্যায়ে তার বাড়ির বাইরে মিছিল পর্যন্ত হয়েছিল।

একতা বলেন, তিনি যখন ALTT (পূর্বে ALTBalaji) এর দায়িত্বে ছিলেন, তখন প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে 'অফেন্ড' করতেন। এক পর্যায়ে তার বাড়ির বাইরে মিছিল পর্যন্ত হয়েছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ekta kapoor

নারীদের সাহস নিয়ে কী বললেন একতা? Photograph: (ফাইল)

 সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নিষিদ্ধ হওয়া ওটিটি প্ল্যাটফর্ম ALTT নিয়ে মুখ খুলেছিলেন একতা কাপুর। নিষেধাজ্ঞার কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে তিনি তার প্ল্যাটফর্ম নিয়ে খোলাখুলি কথা বলেন।

Advertisment

Faye D’Souza-র সঙ্গে আলাপচারিতায় একতা বলেন, তিনি যখন ALTT (পূর্বে ALTBalaji) এর দায়িত্বে ছিলেন, তখন প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে 'অফেন্ড' করতেন। এক পর্যায়ে তার বাড়ির বাইরে মিছিল পর্যন্ত হয়েছিল। কেউ কেউ বাড়ির দিকে অদ্ভুত জিনিস ছুঁড়ে মারছিলেন। একতা বলেন, "আমি ছুটিতে ছিলাম, আর আমার ছেলে তখন বাড়ির ভিতরেই ছিল। আমি কিছুই জানতাম না, হঠাৎ জানতে পারি এ ঘটনা।" যখন তাকে প্রশ্ন করা হয় 'রিস্কি' হওয়াটা কি ইচ্ছাকৃত কৌশলের অংশ ছিল, তখন একতা অকপটে বলেন, "অবশ্যই, হ্যাঁ। আমি এটা অস্বীকার করব না। এটা ছিলই আমাদের স্ট্র্যাটেজির অংশ।”

এরপর একতা বলেন, "আমি বিশ্বাস করি, 'ভালো' মেয়েরা ইতিহাস তৈরি করে না, ‘খারাপ’ মেয়েরাই করে। তোমাকে সাহস করে সামনে আসতে হবে।  কিছু মানুষ তোমাকে ঘৃণা করবে, কিন্তু তাও নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। আমার কখনোই যৌনতা নিয়ে সমস্যা নেই, আমার সমস্যা আছে যৌন অপরাধ নিয়ে। কিন্তু দুঃখজনক এটাই, মানুষ এই দুই বিষয়ে একইরকমভাবে বিভ্রান্ত হন এবং এই বিভ্রান্তি থেকে পরবর্তীতে বড় ধরনের অপরাধের জন্ম হয়।" 

Advertisment

ALTT-কে একটি 'সেক্স-পজিটিভ' প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন একতা। তিনি জানান, "আমি আটজন মেয়েকে ডেকে বললাম, আমরা একটা নতুন কিছু করতে চলেছি। ALT Balaji লঞ্চ করব, তোমরাই কনটেন্ট কিউরেট করবে। আমরা যৌনতাকে স্বাভাবিক করব, সাহসী হব, এবং সেটা গর্বের সাথেই তুলে ধরব।" 

একতা বলেন, "আমাকে তখন বলা হতো, আমি মহিলাদের শাড়ি পরাচ্ছি, এটা রিগ্রেসিভ, মেয়েদের পেছনে নিয়ে যাওয়া। আমি বলতাম, শাড়ি যেমন প্রগ্রেসিভ হতে পারে, তেমনই সাহসী পোশাকেও নারীর উদযাপন করা যেতে পারে। দুটোই প্রগ্রেসিভ।" তবে এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। একতা বলেন, "সব কিছু যেন হঠাৎ একসাথে ভেঙে পড়ল। আমাদের কিছুই বোঝার সময় ছিল না। এরপর দিন-প্রতিদিনের পরিচালনা থেকে আমরা সরে আসি। তখন কনটেন্ট ঠিকভাবে কিউরেট করা যাচ্ছিল না। কিছু বিষয় ছিল যা একেবারেই ভালো লাগেনি। আমার মা তখন বলেন, 'কে এসব কনটেন্ট দিল?' তখন আমি পুরোপুরি PLATTFORM থেকে বেরিয়ে আসি। তখন পুরো ব্যাপারটা একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে দাঁড়িয়েছিল।" 

বর্তমানে প্ল্যাটফর্মের অবস্থা নিয়ে একতা বলেন, "এটা এখনো আমাদের মালিকানাধীন, কিন্তু আমরা আর পরিচালনা করি না। এখন এটা একদম দূর থেকে দেখা হয়, আমি ব্যক্তিগতভাবে আর ততটা জড়িত নই। একটা নির্দিষ্ট টিম এখন প্ল্যাটফর্ম পরিচালনা করে।" তিনি আরও জানান, এখনও কিছু কনটেন্ট দেখে তার ভালো লাগে না।  একবার তো একটি কন্টেন্টের রিলিজ পর্যন্ত তিনি আটকে দিয়েছিলেন। 

 

ekta kapoor Entertainment News Entertainment News Today