Advertisment
Presenting Partner
Desktop GIF

দীপিকা-রণবীরের নতুন ভক্ত এলন মাস্ক

এলন মাস্ক, এই বিলিয়নর তথ্য প্রযুক্তির উদ্যোগপতি সম্প্রতি বাজিরাও মস্তানিকে নিয়ে টুইট করেছেন। ওনার টুইট এত রিটুইট হয়েছে যে প্রযোজনা সংস্থা ইরোরস নাও টুইট করেছেন মাস্ককে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এলন মাস্ক, এই বিলিয়নর তথ্য প্রযুক্তির উদ্যোগপতি সম্প্রতি বাজিরাও মস্তানিকে নিয়ে টুইট করেছেন

সঞ্জয় লীলা বনশালীর ২০১৫ সালের হিট ছবি বাজিরাও মস্তানি। রণবীর-দীপিকাপ প্রেম যখন মধ্যগগনে তখন তৈরি হয়েছিল এই ছবি। কিন্তু এতদিন পর এই জুটির ফ্যানের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম এলন মাস্ক। এলন মাস্ক, এই বিলিয়নর তথ্য প্রযুক্তির উদ্যোগপতি সম্প্রতি বাজিরাও মস্তানিকে নিয়ে টুইট করেছেন। ওনার টুইট এত রিটুইট হয়েছে যে প্রযোজনা সংস্থা ইরোরস নাওও টুইট করেছেন মাস্ককে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবি দেখা যায় এখন। অতএব তিনি সম্প্রতি দেখেছেন বাজিরাও মস্তানি।

Advertisment

তবে এলনের টুইট চোখে পড়েছে দীপিকারও। তিনিও টুইটারে মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন।

দিওয়ানি মস্তানি গানের থেকে একটি দৃশ্য টুইট করেছেন এলন। তবে ছবির এই গানের কারণেই জাতীয় পুরস্কার পেয়েছেন দীপিকা পাড়ুকোন। আর কোরিওগ্রাফি করার জন্য সেরা কোরিওগ্রাফারের জাতীয় পুরস্কারটা পকেটে পুরেছেন রেমো ডিসুজা। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান বেশ বনশালীর দেওয়া আরও একটি হিট ট্র্যাক। মালহারি গানটাও বিশাল দাদলানির গলায় বেশ জনপ্রিয়।

আরও পড়ুন, জিরো ভরসাযোগ্য নয়,তবু শাহরুখ মহিমায় বক্সঅফিস পারদ উঠছেই

সম্প্রতি, দীপ-বীর প্রিয়াঙ্কা চোপড়ার রিসেপশন পার্টিতে এই গানেই নেচেছিলেন। পিঙ্গা গানে পার্টি মাতিয়েছিলেন দীপিকা আর প্রিয়াঙ্কা। সেটিও বাজিরাও মস্তানিরই গান। এই ছবি ১৮৪.২ কোটি টাকা ব্যবসা করেছিল বক্সঅফিসে।

Read the full story in Englsih 

Ranveer Singh deepika padukone
Advertisment