/indian-express-bangla/media/media_files/2025/03/07/WzWZj2JyCVnyyMcpEe7X.jpg)
কাপুর পরিবারের 'লক্ষ্মী'-কে কার পছন্দ?
Elvish Yadav Wants To Marry Alia Bhatt: বলি অভিনেত্রী আলিয়া ভাটের যে অগণিত ভক্ত সে কথা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার তো আলিয়ার এক ভক্ত তাঁকে প্রকাশ্যে বিয়ের কথাও বলে দিলেন। তিনি যদি বিবাহিত না হতেন তাহলে সরাসরি বিয়ের প্রস্তাব দিতেন। তিনি নান আদার দ্যান পপুলার ইউটিউবার এলভিস ইয়দভ। অতীতে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। তবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে জুড়ি মেলা ভার।
বিগ বস ওটিটি সিজন ২ থেকে বিজয়ীর ট্রফি নিয়ে ফিরেছিলেন এলভিস। তাঁর পডকাস্ট দর্শকের দারুণ পছন্দ। এলভিসের পডকাস্টের লেটেস্ট এপিসোডের অতিথি ছিলেন প্রতীক। ওঁর সঙ্গেই নানা বিষয়ে কথা বলছিলেন। প্রিয় অভিনেত্রীর প্রসঙ্গ উঠতেই নাগিন খ্যাত অভিনেতা আলিয়ার নাম নেন। সঙ্গে সঙ্গে এলভিস বলেন, আলিয়াকে তাঁর এতটাই পছন্দ যে তিনি বিয়ে করতে চান।
এলভিস প্রতককে প্রশ্ন করেন,'তোমার প্রিয় অভিনেত্রী কে?' অভিনেতা বলেন, 'আমার আলিয়া ভাটকে খুব ভাল লাগে। ও একজন প্রতিভাবান অভিনেত্রী।' এলভিস খানিক দুঃখের সঙ্গে বলেন, ' আমারও আলিয়াকে ভীষণ পছন্দ। কিন্তু, ওঁর তো বিয়ে হয়ে গিয়েছে। সন্তানও আছে।' এই কথা শুনে প্রতীক একটু অবাক হয়েই এলভিসকে বলেন, 'ভাইয়া ওঁর বয়ে হয়ে গিয়েছে তো কী হয়েছে? আমরা তো ওকে বিয়ে করছি না। ও তো একজন অভিনেত্রী।' এলভিস প্রকাশ্যে মনের কথা বলে দেন। ন অকপট জবাব, 'আমার তো বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু এখন ও বিবাহিত। কেন যে আমরা এই বিষয়ে কথা বলছি। সরি রণবীর ভাইয়া।'
Pratik- Mujhe Aliya bhatt bahut pasand hai.,
— Rao Deepak Yadav (@yada74573) March 6, 2025
Elvish- mujhe bhi lekin ab uski shadi ho gayi.,
Pratik- Hume konsi usse shadi karni hai.,
Elvish- Lekin mujhe to karni thi.,😆🤪#ElvishYadavpic.twitter.com/vRf2qn10S9
সম্প্রতি লাফটারশেফস সিজন ২-এ এসে এলভিস জানিয়েছেন তিনি সম্পর্কে রয়েছেন। তবে সঙ্গীর নাম জানাননি। এলভিসের অনুরাগীরা তাঁর বান্ধবীর নাম জানতে উদগ্রীব। সাম্প্রতিক অতীতে কৃতী মেহেরা সঙ্গে এলভিসের নাম জড়িয়েছিল। যদিও তিনি সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। এদিকে এলভিস যাদব যখন আলিয়াকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করছেন তখন দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা করছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, পুত্র সন্তানের সঙ্গে নামও ঠিক করে ফেলেছেন। যদিও এখুনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক।