আন্তর্জাতিক স্তরে, ভারতীয়দের জয়জরকার। এমি পুরস্কারে ভূষিত বীর দাস। তাঁর বিখ্যাত কমেডি এনে দিল এক বিরাট পুরস্কার। নেটফ্লিক্সের এই শো বেশ জনপ্রিয় হয়েছিল।
Advertisment
বীর দাস - ল্যান্ডিং নামন এই শো অসাধারণ কমেডির জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই শো থেকেই কমেডির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি। বীর এবং দেরি গার্ল একসঙ্গেই মনোনয়ন পেয়েছিলেন এই বিশেষ বিভাগে। দেশের অন্যতম কমেডি স্টার হিসেবেই তিনি সর্বত্র পরিচিত।
কম করে ১০০ টি স্ট্যান্ড আপ, তাঁর সঙ্গে একাধিক শো। মাঝেমধ্যে তিনি নিজেও ফেঁসেছেন মজা করতে গিয়েই। তবে, এখন অনেকটাই আগের থেকে সামলে নিয়েছেন নিজেকে। প্রায় ১৫টির বেশী ছবিতে কাজ করেছেন। শুধু তিনি না। সঙ্গে পুরস্কার পেয়েছেন খোদ এক্তা কাপুর।
ভারতের প্রথম একজন পরিচালক প্রযোজক হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। ৫১তম এমি পুরস্কারে সম্মানিত তিনি। এই পুরস্কারের ছবি আপলোড করেই লিখলেন, ভারত তোমার এমি পুরস্কার আমি সঙ্গে করে নিয়ে আসছি। নিঃসন্দেহে, ভারতের জন্য এ এক অনন্য সম্মান।
উল্লেখ্য, বীর নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ছবি। হাতে এমি পুরস্কার, কমেডিয়ান লিখলেন, ভারতের জন্য। সমস্ত শ্বাস, সমস্ত শব্দ কম পড়ে যাবে। আমায় এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।