তিনি কারওর কারওর কাছে ভারতীয় সিনেমার ঈশ্বর। আবার কেউ কেউ তাঁকে কিসিং গড বলে ডাকেন। ইমরান হাসমি সবসময় নিজের অভিনয় এবং বোল্ড পারফরমেন্সের মাধ্যমে শিরোনামে থেকেছেন। বহুবছর, তিনি অন্য ধরনের সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। সেলফি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তবে, এবার ফর্মে ফিরেছেন।
ইমরান হাশমি মানেই অন্যরকম কিছু ছবি। শুধু তাই নয়। অভিনেতার ছবির গান আরও নজরকাড়া। একটু খেয়াল করলে দেখা যাবে, অভিনেতার ছবি মানেই কেকে এবং আতিফ আসলাম গান গাইতেন। এবং সেগুলো সহজ ভাষায় সুপারহিট সব গান। যদিও, এই দুজনের এখন এখন নেই, আর আরেকজন বর্তমানে পাকিস্তানে রয়েছেন। কিন্তু আজকে ইমরান হাশমির জন্মদিন। আর তাঁর এই বিশেষ দিনেই এমন একটি উপহার দেবেন, সেকথা কেউ আগে জানতে পেরেছিল?
সালটা ২০০৭, তখন ইমরান একের পর এক রোমান্টিক অ্যাকশন ছবি করতে ব্যস্ত। আওয়ারাপান ছবি মুক্তি পেয়েছিল তখন। শুধু তাই নয়, সেই ছবি হিট পর্যন্ত করে। কিন্তু এতদিনে ঘুমিয়ে থাকা সেই আগ্নেয়গিরিতে যেন আবার দেখা গেল লাভা। চোখে মুখে সেই তীব্রতা, ইমরান আবারও ফিরছেন, সেই চেনা ছন্দে। অভিনেতা জানিয়ে দিলেন যে এই ছবির দ্বিতীয় ভাগ আসছে সামনের বছর। সমাজ মাধ্যমে তিনি, ছোট্ট একটি ভিডিও শেয়ার করে সেই খবরই জানালেন। পুরোনো সিনেমা থেকে কয়েকটি ক্লিপ কেটে জুড়লেন তিনি। সঙ্গে লিখলেন...
"ব্যাস! আমায় আর কিছুদিন বাঁচিয়ে রাখুন। আওয়ারাপান ২ আসছে।" ছবি রিলিজের তারিখ পর্যন্ত জানিয়ে দিলেন তিনি। আগামী বছর ৩রা এপ্রিল আসছে এই ছবি। শুধু তাই নয়, আবারও যে সেই ইনটেনসিটি নিয়ে গল্প, সেটাও তাঁর চোখ দেখলে বোঝা যাচ্ছে। যদিও বা ১৮ বছর পর কেন এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন তিনি সেই প্রশ্ন অধরা। তবে, তাঁর জন্মদিনে যে এটা একটা বিরাট ব্যাপার, সেকথা অস্বীকার করার নয়।
প্রসঙ্গে, ইমরান ভীষণ ঠোঁটকাটা মানুষ। যদিও বা লাইমলাইটে নিজেকে রাখতে তিনি খুব একটা পছন্দ করেন না, তাঁরপরেও তাঁকে নিয়ে কেউ না কেউ কিছু না কিছু মন্তব্য করতেই থাকেন। সেদিন পাকিস্তানের এক অভিনেতা জাভেদ শেখ নিজেই এই প্রসঙ্গে জানিয়েছেন। বলেছিলেন, "সলমন শাহরুখ আমায় শ্রদ্ধা করত, কিন্তু ইমরান হাশমি কথাও বলত না।"