/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/emraan.jpg)
emraan- কী শর্ত রেখেছিলেন ইমরানের স্ত্রী?
তাঁকে বলিউডের চুমুর ঈশ্বর বলা হয়ে থাকতো। মজার ছলে অনেকেই এমন বলতেন যে নায়িকাদের সঙ্গে তিনি প্রথমবার অভিনয় করেন তাদের বাড়ি থেকে অনুমতি দিতে কতসময় পার করেন? কিন্তু, ইমরান হাশমি ( Emraan Hashmi ) তাঁর এই চুমুর কারণে যেমন বিখ্যাত হয়েছেন তিনি তেমনই মার পর্যন্ত খেয়েছেন।
নিজের বউয়ের হাতে সপাটে কয়েকটা থাপ্পর খেয়েছিলেন তিনি। শর্ত রেখেছিলেন এরপর থেকে চুমু খেলেই পড়তে হবে বিপদে! যার জেরেই ইমরান বর্তমানে ছবির ধাঁচ পাল্টে ফেলেছেন? সকলের সামনে নাকি বউয়ের হাতে মার খেয়েছিলেন তিনি! প্রকাশ্যেই সেকথা জানিয়েছিলেন ইমরান। একের পর এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ এবং চুমুর দৃশ্যে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। হাসির পাত্রও হয়েছেন।
কিন্তু বউয়ের কারণে যা সহ্য করতে হয়েছিল তাঁকে। আজীবন ভুলতে পারবেন না। অভিনেতা প্রকাশ্যে জানালেন, বউ তাঁর ছবির স্ক্রিনিং উপলক্ষে গিয়ে, যা দেখেছিলেন তারপরই দিয়েছিলেন সেই ভয়ঙ্কর শর্ত। 'Crook' ছবির প্রিমিয়ারে সঙ্গে ছিলেন ইমরানের স্ত্রী পারভিন ( Parveen Sahni )। বরকে অনস্ক্রিন ওরকমভাবে চুমু খেতে দেখে অবাক চোখে তাকিয়ে থাকেন। তারপর কষিয়ে কয়েকটা থাপ্পর লাগিয়ে দেন বরকে। একবার না, অনেকবার ইমরান মার খান বউয়ের হাতে।
আরও পড়ুন - Puja Banerjee: গ্যাস পাইপ ফেটে বাড়িতে ভয়াবহ আগুন! গুরুতর বিপদে পূজা বন্দোপাধ্যায়
কিন্তু, কী শর্ত রেখেছিলেন তিনি?
পারভিন সেদিন ইমরানের চুমু খাওয়া দেখে অবাক হওয়ার পাশাপাশি যে শর্ত রেখেছিলেন তাতে ভয় পেয়েছিলেন অভিনেতা। পারভিন তাঁকে বলেছিলেন, এরপর থেকে যতগুলো চুমু খাবে ঠিক ততগুলো আমাকে ব্যাগ কিনে দিতে হবে। অভিনেতা বলেন, "তারপর থেকে যতগুলো চুমু খেয়েছি, ততবার ওকে ব্যাগ কিনে দিতে হয়েছে। এখন এক আলমারি ভর্তি শুধু ব্যাগ। আর আমার বউ আমায় এটাই বলে, তুমি ছবি করো আর আমায় ব্যাগ কিনে দাও।"
উল্লেখ্য, ইমরান বেশ অনেকদিন নিজের ছবির জনার বদলে ফেলেছেন। সেলফি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। টাইগার ৩ ছবিতে তাঁকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে।