আরও এক নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

লিভারের সমস্যায় ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বাড়িতে নিয়ে আসার কিছুদিনের মধ্যেই প্রায়ন ঘটল বর্ষীয়ান এই অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

লিভারের সমস্যায় ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বাড়িতে নিয়ে আসার কিছুদিনের মধ্যেই প্রায়ন ঘটল বর্ষীয়ান এই অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
এবছর না ফেরার দেশে চলে গেলেন যাঁরা

পরলোক গমন করলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তী

পরলোক গমন করলেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তী। শুক্রবার ভোর চারটে নাগাদ ঢাকুরিয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুকাল যাবৎ অসুস্থ ছিলেন তিনি। লিভারের সমস্যায় ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বাড়িতে নিয়ে আসার কিছুদিনের মধ্যেই প্রায়ন ঘটল বর্ষীয়ান এই অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গণনাট্য সংঘ দিয়ে থিয়েটার জীবনে প্রবেশ তাঁর। পুরোপুরি নাট্যজীবনে প্রবেশ চেতনায় যোগদান করার পরেই। ১৯৭২ থেকে ১৯৯২ পর্যন্ত চেতনাতেই ছিলেন এই স্বনামধন্য অভিনেতা।

Advertisment

চেতনার প্রযোজনায় মারীচ সংবাদ, জগন্নাথ, জ্যেষ্ঠপুত্র, স্পার্টাকাসের মতো নাটকে কাজ করেছেন তিনি। এরপরে নিজের দল থিয়েটারওয়ালা গড়ে তোলেন তিনি। থিয়েটারওয়ালায় তাঁর সেরা প্রযোজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে বাঘুমান্না ও সুচিত্রা ভট্টাচার্যের গল্প থেকে তৈরি কাঁচের দেওয়াল। মঞ্চের পাশাপাশি টেলিভিশনও তাঁকে মনে রেখেছে জন্মভূমির জনপ্রিয় চরিত্র এককড়ির জন্য। তরুণ মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায়ের ছবিতেও দেখা গেছে বিপ্লবকেতন চক্রবর্তীকে।

পরিবার সূত্রের খবর, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। মৃত্যুকালে রেখে গেলেন দুই কন্যা বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীকে। রয়েছেন আরও এক কন্যা বিদিশা চক্রবর্তী।

tollywood