Entertainment Death News: একের পর এক মৃত্যুর খবর। এবার আরেক ব্যক্তির মৃত্যুর খবর শোনা যাচ্ছে। দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কাজ করেছিলেন, বহু অভিনেতার সঙ্গে। স্টান্ট ম্যান হিসেবে কাজ করছিলেন বহু ছবিতে। এবার, তামিল অভিনেতা বিশাল জানিয়েছেন অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজু স্টান্টম্যানের মৃত্যুর খবর। রবিবার, পা রঞ্জিতের নতুন ছবিতে কাজ করতে গিয়েই তিনি, প্রয়াত। সেরকমই জানা যাচ্ছে খবর। অভিনেতা বিশাল, তিনি দীর্ঘদিন কাজ করেছেন রাজুর সঙ্গে, তিনি অত্যন্ত মর্মাহত।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে। পা রঞ্জিতের ছবির সেটে এক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়েই মৃত্যু হয়েছে। X একাউন্টে তিনি লিখছেন, "রাজু গাড়ি টপলিং সিকোয়েন্স শুট করতে গিয়েই মারা গিয়েছেন।" অভিনেতা আরও জানিয়েছেন, স্টান্ট করতে গিয়েই যে এমন অভিজ্ঞ ব্যক্তিত্ব মারা যাবেন সেকথা খুব অস্বাভাবিক। এবং, তাঁর সঙ্গে এও জানিয়েছেন, এই সত্য মেনে নেওয়া খুব কঠিন। তিনি আরও বলছেন, "রাজুকে অনেকদিন ধরেই চিনি। সে আমার ছবিতে অনেক কাজ করেছে। সে একজন সাহসী মানুষ। আমার রইল গভীর সমবেদনা।"
অভিনেতা এখানেই থামলেন না। বরং, তিনি জানান পরিবারের সকলেই হয়তো ভেঙে পড়েছেন। তাই তাঁদের জন্য রয়েছে গভীর সমবেদনা। আমি অবশ্যই তাঁর পরিবারের সঙ্গে থাকব। এবং চেষ্টা করব যাতে তাঁর দায়িত্ব নিতে পারি। সেই দৃশ্যে যেটি শুট করতে গিয়ে রাজুর মৃত্যু হয়, সেই দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে। এবং, তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বেশিরভাগ।
কী হয়েছিল সেই দৃশ্যের শুটিংয়ের সময়:
ছবির সেটে থেকে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রয়াত রাজু একটি গাড়ি চালাচ্ছেন। এবং সেই গাড়িটি দ্রুতগতিতে র্যাম্পের ওপর দিয়ে যাওয়ার সময় গতি হারিয়ে ফেলে। এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনের দিকে উল্টে যায়, এবং সজোরে আছড়ে পড়ে সেটি। শীঘ্রই ক্রু ম্যানরা ঘটনাস্থলে দৌঁড়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ। তাঁকে আর বাঁচানো সম্ভব হয় নি। স্পটেই তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়।