Entertainment Latest News Highlights আদালতের দ্বারস্থ ঐশ্বর্য

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
রাই সুন্দরী

Entertainment Latest News Highlights 

Aishwarya Rai Bachchan-AI images- publicity rights: লাইমলাইট থেকে একপ্রকার দূরেই আছেন। হাতে গোনা দু-একটি ছবিতে কাজ করেন। তিনি নান আদার দ্যান বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। পেজ ৩-এর খবরে ব্যক্তিগতজীবনকে প্রাধান্য দিতেও খুব একটা পছন্দ করেন না রাই সুন্দরী। কিন্তু, এই মুহূর্তে তাঁর অজান্তেই ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। ঐশ্বর্যর অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহূত হচ্ছে তাঁর ছবি। 'পাবলিক ফিগার'-এর সুযোগ নিয়ে ঐশ্বর্যর ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কোনওভাবেই যেন তাঁর ব্যক্তিগত ছবি পণ্য ব্যবহারের স্বার্থে কোনও ওয়েবসাইটে অপপ্রচার না করা হয় সেই আবেদনই করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। 

Advertisment

  • Sep 10, 2025 17:17 IST

    Deepika Padukone: মাতৃত্বের বর্ষপূর্তি, মেয়ে দুয়ার প্রথম জন্মদিনের ছবি শেয়ার করে কী লিখলেন তারকা মম দীপিকা?

    দেখতে দেখতে এক বছরে পা দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের। মেয়ের প্রথম জন্মদিন বলে কথা, বিশেষ আনন্দ আয়োজন তো হবেই। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের এক ঝলক শেয়ার করলেন তারকা মম দীপিকা পাডুকোন। দুয়ার জন্মের পর মায়ের দায়িত্বে কোনও ফাঁক রাখতে চান না। শিফট নিয়েও খুব সচেতন হয়ে গিয়েছেন নিউলি মাম্মি দীপিকা পাডুকোন। মেয়ের প্রথম জন্মদিনে নিজের হাতে চকোলেট কেক বানালেন বলিউডের মস্তানি। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মেয়ের জন্য শখ করে কেক বানিয়েছেন দীপিকা। ফুল দিয়ে সাজানো টেবিলে এক টুকরো কাটা কেকের মাঝে একটি জ্বলন্ত মোমবাতি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমার ভালোবাসার ভাষাটা কী জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করা।'



  • Sep 10, 2025 16:46 IST

    বিয়ের দু'বছর পর দুই থেকে তিন হলেন টলিউডের পাওয়ার কাপল, পুত্র না কন্যা এল ঘরে?

    Varun Tej Lavanya Tripathi Baby: টলিউড অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠী। ১০ সেপ্টেম্বর বুধের সকালে সুখবর শেয়ার করলেন তারকা দম্পতি। জীবনের নতুন জার্নি শুরু করলেন বরুণ-লাবণ্য। দুই থেকে তিন হলেন। লাবণ্যর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র। বাবা-মা হিসেবে নতুন জীবনে প্রবেশের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন বরুণ-লাবণ্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবজাতকের আগমনের খবরটি নিশ্চিত করেছেন। ২০২৩ সালের ১লা নভেম্বর ইতালির টাস্কানিতে রূপকথার বিয়ে সেরেছিলেন। কমেন্ট বক্সে ভক্ত এবং অনুগামীরা নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।



  • Advertisment
  • Sep 10, 2025 15:40 IST

    Sanjay Dutt: অজান্তেই সঞ্জয় দত্তের জীবনে বড় ঘটনা, ভক্তের কাণ্ড-কারখানায় হয়রান অভিনেতা

    ২০১৮ সালে এক ভক্তের মৃত্যুর পর ১৫০ কোটি টাকার সম্পত্তি তাঁর নামে রেখে যাওয়ার অদ্ভুত ঘটনাটি নিয়ে মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে উপস্থিত হয়ে তিনি জানান, পৃথিবীতে সব ধরণের ভক্ত আছে, আর তাঁদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা, কল্পনার চেয়েও অদ্ভুত। উপস্থাপক কপিল শর্মা যখন এ ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন, সঞ্জয় দত্ত স্বীকার করেন ঘটনাটি সত্যি, তবে তিনি কোনও সম্পত্তি নেননি, কারণ তিনি বৈধ উত্তরাধিকারী নন।



  • Sep 10, 2025 15:21 IST

    Urfi Javed: অশ্লীল ছবি পোস্ট করে ইমেজ নষ্টের হুমকি, মহিলামহলকে সাবধানী বার্তায় কী বললেন উরফি?

    rfi Javed received Threats: বিগত বেশ কয়েকদিন পেজ ৩-এর খবরে চর্চায় ছিলেন উরফি জাভেদ। লিপ ফিলার সরানোর ভিডিও পোস্ট থেকে স্বাভাবিক মুখের ছবি শেয়ার, প্রেমিকের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়া, ধুম জ্বরের ঋতুস্রাবের কম্বিনেশনের কথা শেয়ার করে লাইমলাইটে ছিলেন কন্ট্রোভার্সি ক্যুইন। ফের চর্চায় উরফি, তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। সোশ্যাল মিডিয়া মারফৎ জানালেন, এই মুহূর্তে তাঁর জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা। হুমকি পাচ্ছেন উরফি জাভেদ। হ্যাঁ, একদমই তাই। AI দ্বারা তৈরি বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উরফিকে বদনাম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একটি পোস্ট শেয়ার করে রাগে ফুঁসে উঠলেন। সেই সঙ্গে মহিলামহলকে সাবধানীবার্তায় কী বললেন উরফি?



  • Sep 10, 2025 14:44 IST

    Javed Akhtar-Shabana Azmi: সহবাসে সমস্যা, মদ্যপ অবস্থায় মধ্যরাতে বিয়ে! জাভেদ-শাবানার 'ডি ডে'-র অজানা কাহিনি ফাঁস

    বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাবানা আজমি ও জাভেদ আখতার। প্রেম-দাম্পত্যের নানান অজানা কাহিনি একাধিক সাক্ষাৎকারে শেয়ার করেছেন। কিন্তু, সম্প্রতি TV9 Bharatvarsh-কে দেওয়া সাক্ষাৎকারে অন্নু কাপুর সামনে আনলেন তারকা দম্পতির জীবনের এক চমকপ্রদ ঘটনা। মাঝরাতে বিয়ে করেছিলেন জাভেদ আখতার ও শাবানা আজমি। তিনি জানান,  ১৯৮৪ সালের ডিসেম্বরে মধ্যরাতের পর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে তাঁরা সহবাস করতেন। কিন্তু, সেই সময় সমাজ সেই বিষয়টিকে বাঁকা নজরে দেখত। তাই বিয়ের সিদ্ধান্ত নিতেই 'মৌলবি' খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অন্নু কাপুর জানিয়েছিলেন, বিয়ের রাতে জাভেদ মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি বলেন, 'জাভেদ তখন মাতাল হয়ে বসে ছিলেন আর শাবানা অন্যদিকে বসে বই পড়ছিলেন। আমি গিয়ে শাবানাকে বললাম, বিবি এগিয়ে যান। সিদ্ধান্তটাও নিয়ে ফেলুন। উনি বললেন, আমি কী ভাবে সিদ্ধান্ত নেব? উনি তো কিছু বলছেন না। আমি গিয়ে জাভেদকে নাড়িয়ে ওঁর  হুঁশ ফেরালাম। তখন জড়ানো গলায় বললেন, হ্যাঁ, আমি রাজি। এরপর আমি, তাদের ড্রাইভার মাইকেলকে নিয়ে ছুটে গেলাম বান্দ্রার মসজিদে মৌলবী আনার জন্য। এদিকে শওকত আম্মি তাঁর লাল জোড়া বের করে অনিল কাপুর-বনি কাপুরকে খবর দিলেন। সবাই এসে রাত আটটা পর্যন্ত নাচলেন। বিয়ে হল মধ্যরাতের পর।'



  • Sep 10, 2025 13:31 IST

    Prajakta Koli-Nepal Protests: সেনার দখলে নেপাল, উত্তপ্ত পরিস্থিতিতে সফর বাতিলের সিদ্ধান্ত বলি ডিভা প্রাজক্তার

    'জুগ জুগ জিও' খ্যাত প্রাজক্তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নেপালের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'নেপালে গতকাল যা ঘটেছে তা সত্যিই হৃদয়বিদারক। এখন কোনও ধরনের উদযাপন করা একেবারেই ঠিক নয় বলে আমার ব্যক্তিগতগত মত। যাঁরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পরিবারগুলোর জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। আমি সত্যিই সেখানে গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু, আমার ইচ্ছেপূরণের জন্য সময়টা একেবারেই উপযুক্ত নয়। আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।'



  • Sep 10, 2025 12:47 IST

    The Bengal Files-Anupam Kher: 'যাঁরা দেশভাগের আগে দাঙ্গায়...', 'বিতর্কের মাঝে দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে কী বললেন অনুপম?

    দ্য বেঙ্গল ফাইলস-এর টিমের সঙ্গে সাদা-কালো আবহে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতা জানিয়েছেন, তিনি দর্শক ও কলাকুশলীদের সঙ্গে সিনেমাটি দেখেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবি সম্পর্কে নিজের মত ব্যক্ত করে লিখেছেন,  'প্রেক্ষাগৃহের ৮০ শতাংশ ভর্তি ছিল। সব বয়সের দর্শক ছবিটি দেখতে এসেছেন। এই সিনেমার মধ্যে যেমন রয়েছে হাড়হিম করা তথ্য তেমনই আছে কষ্টের বেশ কিছু মুহূর্তও। ছবিটি দেখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছে দর্শক। যারা দেশভাগের আগে দাঙ্গায় সবকিছু হারিয়েছিলেন সেই মানুষদের কঠিন লড়াই দর্শকের চোখে জল এনে দিয়েছে।' আরও যোগ করেছেন, 'সিনেমার প্রতিটি বিভাগ অর্থাৎ অভিনয়, সেট, চিত্রগ্রহণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পোশাক পুরোটাই অসাধারণ। যাকে বলে এ-গ্রেড। আর ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ বিবেক অগ্নিহোত্রী প্রতিভাবান একজন পরিচালক। এই ধরনের ছবির প্রযোজনীয়তা সত্যিই রয়েছে। অতীতের ঘটনা বর্তমানকে নাড়িয়ে দিতে পারে আবার ভবিষ্যৎ-এর শিক্ষাঅর্জনের মাধ্যমও হতে পারে এই ছবি।' 



  • Sep 10, 2025 11:56 IST

    Jacqueline Fernandez: বিশালাকার মস্তিষ্ক-ছোট্ট হাত পা! বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জ্যাকলিন

    Bollywood Actress Jacqueline Fernandez: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী একটি মুহূর্ত ভাইরাল। বিরল রোগে আক্রান্ত শিশুর সঙ্গে সময় কাটাচ্ছেন কিক অভিনেত্রী জ্যাকলিন। ছোট্ট সোনাকে আদরও করছেন। ফুলের মতো নিষ্পাপ এই ছোট্ট প্রাণের চিকিৎসার খরচ সম্পূর্ণ তিনি বহন করবেন। মা-বাবাকে প্রতিশ্রুতি বলি ডিভা জ্যাকলিনের। মস্তিষ্কের ভেন্ট্রিকলে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) জমে চাপ সৃষ্টি করে। জ্যাকলিনের সঙ্গে ছিলেন মুম্বই-ভিত্তিক সমাজসেবী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হুসেইন মানসুরি। তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্ডেজজি। আপনি সত্যিই এক নিষ্পাপ আত্মা। সবার কাছে অনুরোধ করি এই ছোট্ট প্রাণটির জন্য প্রার্থনা করুন।'   



  • Sep 10, 2025 11:20 IST

    Pori Moni: 'দরজা খুলেই ওরা দুজন এক ঝাঁপে...', পুরস্কার হাতে বাড়ি ফিরেই কী ঘটল পরি মণির সঙ্গে?

    ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে দরজা খুলে দেওয়া, ঘরে ঢুকেই সন্তানের মুখ দেখার মধ্যে যে প্রশান্তি সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন পরি মণি।  দুই খুদের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরলাম তখন দরজা খুলেই ওরা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। জীবনে আর  কী লাগে! শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন দোয়া করি যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর।' 



Entertainment News Entertainment News Today