Entertainment Latest News Highlights: খতম দিশা পাটানির বাড়িতে গুলি চালানো দুই দুষ্কৃতি

Entertainment Latest News Highlightsআজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlightsআজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
লাখ-লাখ টাকা খোয়ালেন দিশার বাবা

Entertainment Latest News Highlights

উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে, গাজিয়াবাদের ট্রনিকা সিটিতে, লাগাতার গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতী নিহত হয়েছে। এরা বলিউড অভিনেত্রী, দিশা পাটানির বাসভবনের বাইরে গত ১২ সেপ্টেম্বরের গুলি চালনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই জনের নাম রবীন্দ্র ওরফে কাল্লু এবং অরুণ। কাল্লু হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা এবং অরুণ সোনিপতের। কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল, প্রচুর গুলি এবং ১২ সেপ্টেম্বর ব্যবহৃত অ্যাপাচি মোটরবাইক উদ্ধার করা হয়। 

Advertisment
  • Sep 18, 2025 17:39 IST

    Shefali Jariwala-Parag Tyagi: শেফালির শেষ রাত! শীঘ্রই প্রকাশ্যে আসবে মৃত্যুর আগে ঠিক ঘটেছিল

    প্রয়াত অভিনেত্রী-কাঁটা লাগা গার্লের অকাল মৃত্যুর পর তাঁর সব ইচ্ছে পূরণ করছেন অভিনেতা স্বামী পরাগ ত্যাগী। এনজিও-তে নারীশিক্ষা থেকে বৃক্ষরোপনের মতো ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। এবার শেফালির স্মৃতিতে আসছে নতুন ইউটিউব চ্যানেল। সেখানেই শুরু হবে পডকাস্ট। ১৮ সেপ্টেম্বর ভিডিওবার্তায় চ্যানেলের উদ্ভোধনের দিন ঘোষণা করলেন পরাগ। আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ইউটিউব চ্যানেল লঞ্চ করছেন। পরাগের বুকে আঁকা প্রয়াত স্ত্রীর ছবি দেখিয়ে বলেছেন, শেফালিকে সঙ্গে নিয়েই নতুন জার্নি শুরু করবেন। পডকাস্টে উঠে আসবে তাঁদের জীবনের নানান গল্প। এমনকী শেফালির মৃত্যুর দিনের সেই রাত অর্থাৎ ২৬ জুন ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরাগ। 



  • Sep 18, 2025 17:32 IST

    Vicky Kaushal-Katrina Kaif: সত্যিই অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? জল্পনা উসকে আরিয়ানের শোয়ের প্রিমিয়ারে একাকী ভিকি



  • Advertisment
  • Sep 18, 2025 17:13 IST

    Hooliganism - Pujaar Gaan: বৃহত্তর বাংলার গান গাইল হুলিগানিজম, পুজোর সুরে নতুনত্ব কী তুলে ধরল অনির্বাণের দল?

    হুলিগানিজম বলতেই কি শুধু মেলার গান? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যে গানগুলি তাঁরা ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেন, সেগুলি তো ঝলক মাত্র। তাঁদের ঝোলায় আরও যে কতধরণের গান রয়েছে, শুধু তারাই জানে। এই সেকারণেই তো পুজো উপলক্ষে যখন নতুন গান প্রকাশ করা হল, তখন সেই গান নিয়েও নানা আলোচনা। কিছুদিন আগেই তাঁদের স্টেজ পারফরমেন্স নিয়ে নানা কথা হয়। আর বর্তমানে তাঁদের পুজোর মিষ্টি গান - 'এই দুর্গা এদিকে আয় ..' বেশ পছন্দ হচ্ছে সকলের।



  • Sep 18, 2025 16:39 IST

    Rekha: মজা দেখানোর নামে এই? শাবানার বাড়ির দরজা খোলা পেয়েই মোক্ষম কাণ্ড করেন রেখা, 'আমি প্রমাণ করতে..'

    ভারতের অন্যতম দক্ষ অভিনেত্রী শাবানা আজমি শুধু নিজের অভিনয় প্রতিভার জন্যই নয়, বরং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবারে জন্মানোর কারণেও বিশেষভাবে পরিচিত। তাঁর বাবা কাইফি আজমি ছিলেন কিংবদন্তি উর্দু কবি, আর মা শওকত কাইফি ছিলেন প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী। রাজনৈতিকভাবে তীব্র পরিবেশে বেড়ে ওঠেন শাবানা। শৈশব ছিল বাবা-মায়ের আদর্শ ও কমিউনিজমের প্রতি সীমাবদ্ধ। 



  • Sep 18, 2025 15:49 IST

    Kangana Ranaut: 'ভাল অভিনেত্রী হলেও অত্যন্ত খারাপ রাজনীতিবিদ', কঙ্গনা প্রসঙ্গে বিস্ফোরক স্বরার স্বামী

    Fahad Ahmad-Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াত এবং স্বরা ভাস্করের রাজনৈতিক মতাদর্শ একেবারেই ভিন্ন। আর ঠিক এই কারণেই বহুবার সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়িয়েছেন দুই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমদ স্বরাকে চমকে দিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনাকে প্রকাশ্যে খারাপ রাজনীতিবিদ বলে কটাক্ষ করেন। ফিল্মিজ্ঞান-এর সঙ্গে এক আলাপচারিতায় দম্পতিকে সেলিব্রিটিদের জন্য হ্যাশট্যাগ দিতে বলা হয়। কঙ্গনার নাম উঠতেই এনসিপি(এসপি)-র সদস্য ফাহাদ বলেন, 'আমি ওঁর বিষয়ে মন্তব্য করতে পারব না কারণ উনি একজন খারাপ রাজনীতিবিদ। তবে আমি বলব #BadPolitician।' ফাহাদ তাঁর কথার ব্যখা দিয়ে বলেন, 'মাণ্ডি অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সাংসদ হওয়া সত্ত্বেও তিনি বলেন, 'আমি কী করতে পারি? আমি প্রধানমন্ত্রী বা কোনও মন্ত্রী নই। একজন প্রতিনিধির কাজ হচ্ছে সরকারের সঙ্গে কথা বলা। ওঁর উচিত ছিল বিশেষ তহবিলের জন্য লড়াই করা এবং ভোটের রাজনীতির বাইরে গিয়ে কাজ করা।'



  • Sep 18, 2025 14:47 IST

    Divyani Mondal-Srijit Mukherji: সৃজিতের ছত্রছায়ায় শিকে ছিঁড়ল 'ফুলকি'-র, ধারাবাহিকে আর দেখা যাবে দিব্যাণীকে?

    Divyani Mondal Debut Movie: দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতির পর এবার সৃজিতের ছবিতে ছোট পর্দার 'ফুলকি'। বড় পর্দায় সুযোগ পেয়ে আপ্লুত দিব্যাণী। পরবর্তী পরিকল্পনা কী? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। দিব্যাণী বলেন,  'সৃজিত স্যারের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি এটাই আমার বিরাট প্রাপ্তি। এখনও শুটিং শুরু হয়নি। কাজ আরম্ভ হলে ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিতে হবে। এই ছবিতে সৃজিত স্যারের পাশাপাশি রাণা সরকার ও এসভিএফের মতো প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় আসার সুযোগ পেলাম। আমার কাছে আরও একটি বিরাট পাওনা ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগ পাব। এটি আমার কাছে একটা শিক্ষণীয় প্রজেক্ট। আমি যেহেতু ১৪ ঘণ্টা ফ্লোরে থাকি তাই প্রযোজনা সংস্থার সঙ্গে মায়ের কথা হচ্ছে।'



  • Sep 18, 2025 14:05 IST

    Bengali Serial TRP: সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জেই প্রথম পাঁচে 'আমাদের দাদামণি', পয়লা নম্বরে কে?

    চলতি সপ্তাহে ফের নিজের জায়গা দখল করেছে এই ধারাবাহিক। পয়লা স্থান ছিনিয়ে নিল 'পরশুরাম আজকের নায়ক'। প্রাপ্ত নম্বর ৬.৫। গত সপ্তাহে পরশুরামকে হারিয়ে বেঙ্গল টপার হওয়া পরিণীতা এবার দ্বিতীয় স্থানে। দোসর রাণী ভবানী।  তৃতীয়ে একা বিরাজমান  'জগদ্ধাত্রী '। চতুর্থে তো আবার ত্রয়ীর কামাল। একসঙ্গে চতুর্থ স্থানে তিনটি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে  'ফুলকি',  'চিরসখা' ও  'রাঙামতি তিরন্দাজ'। টিআরপি তালিকার পঞ্চমে কিন্তু, বিরাট ধামাকা। ৫.৮ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচের শেষে রয়েছে 'আমাদের দাদামণি'। রয়েছে আরও এক মেগা, চিরদিনই  চিরদিনই তুমি যে আমার।



  • Sep 18, 2025 13:33 IST

    Shah Rukh Khan: কাছের মানুষকে হারালেন শাহরুখ ঘনিষ্ঠ, পরেই কিং খান যা করলেন..

    তিনি শুধু শাহরুখের অ্যাসিস্ট্যান্ট নন, বরং তাঁর ছায়াসঙ্গি। পূজা দাদলানি কিং খানকে কোনও-সময়ই একা ছাড়েন না। তাঁর শাশুড়ির প্রয়াণে সমবেদনা জানাতে বুধবার মুম্বইয়ে তাঁর বাসভবনে হাজির হন শাহরুখ খান। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কিং খানের গাড়ি, পূজার বাড়ি থেকে বেরোচ্ছে।



  • Sep 18, 2025 13:03 IST

    Bigg Boss 17 Anurag Dobhal: বিয়ের চার মাস পরই সুখবর, দুই থেকে তিন হচ্ছেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ

    Anurag Dobhal-Ritika Chauhan: গত এপ্রিলেই দীর্ঘদিনের প্রেমিকা ঋতিকার সঙ্গে রাজকীয় স্টাইলে রূপকথার বিয়ে সেরেছিলেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ দোভাল। চার মাস পরই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন এই পপুলার ইনফ্লুয়েন্সার। ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছেন। বৃহস্পতিবার, লক্ষ্মীবারে সকালেই খুশির খবর শেয়ার করলেন অনুরাগ। প্রায় এক সপ্তাহ যাবৎ শরীর ভাল ছিল না ঋতিকার। এরপরই বাড়িতে প্রেগন্যান্সি করেন। ভিডিও পোস্ট করে হবু বাবা লিখেছেন, 'ছোট্ট সোনা আসছে।'



  • Sep 18, 2025 12:21 IST

    Varun Kapoor Divorce: তাসের ঘরের মতো ভেঙে গেল ১২ বছরের দাম্পত্য! বিবাহবিচ্ছেদ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেতার

    Varun Kapoor Dhanya Mohan Divorce: দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা বরুণ কাপুর। এক বিশ্বস্ত সূত্র মারফৎ টাইমস অফ ইন্ডিয়া জেনেছে, দু'সপ্তাহ আগেই আলাদা হয়ে গিয়েছে বরুণ ও তাঁর স্ত্রী ধন্যা মোহন। এক বিশ্বস্ত সূত্র মারফৎ টাইমস অফ ইন্ডিয়া জেনেছে, দু'সপ্তাহ আগেই আলাদা হয়ে গিয়েছে বরুণ ও তাঁর স্ত্রী ধন্যা মোহন। ১০ বছরেরও বেশি সময় কাটানোর পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দম্পতি। 



  • Sep 18, 2025 11:55 IST

    Aishwarya Rai Bachchan: শশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য? মায়ের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন? সামনে এল বড় সত্যি!

    মুম্বইয়ে ঐশ্বর্যর বাবার বাড়ির একই আবাসনে থাকেন প্রহ্লাদ। তিনি জানান, অভিনেত্রী সেখানে মূলত অসুস্থ মায়ের পাশে সময় কাটান। তাঁর কথায়, “প্রতিদিনই দেখি, আরাধ্যাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর ঐশ্বর্যর হাতে কয়েক ঘণ্টা সময় থাকে। সেই সময় তিনি মায়ের সঙ্গে কাটান, তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। তাঁদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”



  • Sep 18, 2025 11:40 IST

    Disha Patani Injury: স্টান্ট করতে গিয়ে মাথায় মারাত্মক চোট, স্মৃতি হারিয়ে ছ'মাস কী ভাবে কাটান দিশা?

     সম্প্রতি বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় চর্চায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি। এর মাঝেই প্রকাশ্যে দিশার জীবনের সংগ্রামের গল্প। সালটা ছিল ২০১৯। সেই বছর মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত 'ভারত'। বিশ্বজুড়ে প্রায় ৩২৫ কোটি টাকা আয় করে ছবিটি। সার্কাসে কর্মারতা এক মহিলা রাধা-র চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। সেই চরিত্রের প্রশিক্ষণ নেওয়ার সময়ই মারাত্মক বিপদের সম্মুখীন হন অভিনেত্রী। মাথায় গুরুতর আঘাত পান দিশা পাটানি। ঘটনার পরবর্তী অধ্যায়টা ছিল আরও ভয়ংকর। ছ'মাসের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। দিশা জানান, 'আমি শত চেষ্টা করেও সেই সময়ের কিছুই মনে করতে পারি না।' তবে অল্প সময়ের মধ্যেই স্বাভাবিকজীবনে ফেরেন। সুস্থ হওয়ার সময় দিশা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হেলথ আপডেট শেয়ার করতেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ঠান্ডা জলে পা ডুবিয়ে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'আমি এক সপ্তাহের মধ্যেই আঘাতমুক্ত হয়ে যাব…কেন এত অদক্ষ।' অন্য এক পোস্টে ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবি দিয়ে লেখেন, 'সুস্থ হচ্ছি।'



  • Sep 18, 2025 11:11 IST

    Narendra Modi Biopic: প্রধানমন্ত্রীর দ্বিতীয় বায়োপিক, নরেন্দ্র মোদীর ভূমিকায় কে?

    ‘মার্কো’র সর্বভারতীয় সাফল্যের পর অভিনেতা উন্নি মুকুন্দন নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। এবার তিনি অভিনয় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে। ছবির নাম 'মা বন্দে'। বিশেষভাবে মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। অভিনেতা নিজের ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন-  “একজন মানুষের গল্প, যিনি যুদ্ধ ও প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে যুগের পর যুগ বিপ্লবের প্রতীক হয়েছেন… জন্মদিনের অনেক শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে।” ছবিটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার সি জি।



Entertainment News Today Entertainment News