/indian-express-bangla/media/media_files/2025/10/02/cats-2025-10-02-11-51-52.jpg)
প্রয়াত কিংবদন্তি শিল্পী
Entertainment Latest News Highlights
Pandit Chhannulal Mishra-Narendra Modi: চিরঘুমে পদ্ম বিভূষণ ও পদ্মভূষণ প্রাপ্ত খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায়।
- Oct 02, 2025 19:00 IST
Nusrat Jahan-Sindoor Khela: শাড়িতেও মা দুর্গার মুখ- সিঁদুর-শাঁখা পলায় দেবীবরণ, যশ-ইশানের সঙ্গে দশমীতে নুসরতের সিঁদুরখেলা
মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানালেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। একটু ভাল করে খেয়াল করলে দেখা যাচ্ছে, নুসরতের শাড়িতেও মায়ের মুখ। বছরের বাকি দিনগুলো যেমন-তেমন, দশমীতে একেবারে আদ্যোপান্ত বাঙালি বধূর সাজে ধরা দেন নুসরত। শুধু দুর্গাুিজোই নয়, যে কোনও পুজোতেই সাবেক সাজে দেখা যায় অভিনেত্রীকে। লাল পাড় সাদা শাড়ি, হালকা গয়না, কপালে লাল টিপ আর মুখের মিষ্টি হাসিতে ঘায়েল নুসরতের ভক্তরা।
- Oct 02, 2025 18:35 IST
Durga Puja-Sindoor Khela: লাল শাড়ি-গা ভর্তি গয়নায় দেবী বরণ অপরাজিতা-কোয়েল-শুভশ্রীর, কোথায় সিঁদুর খেললেন ঋতুপর্ণা?
শুভশ্রী থেকে অপরাজিতা আঢ্য ইতিমধ্যেই মাকে বরণ করে ফেলেছেন। অন্যদিকে খাস মুম্বইয়েও চলছে দেবীবরণ পালা। কাজল-রানি মুখোপাধ্যায়ের বাড়িতে সিঁদুরখেলায় মাতলেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।
- Oct 02, 2025 15:49 IST
AI-এর জমানায় 'অশালীন' ডিপফেক ভিডিও, ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, কত ক্ষতিপূরণের দাবি অভিষেক-ঐশ্বর্যর?
Aishwarya Abhishek-AI Deepfake: এআই দ্বারা নির্মিত ডিপফেক ভিডিও নিয়ে ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, বচ্চন দম্পতি গুগল এবং অন্যদের প্রায় ৪ কোটি ক্ষতিপূরণের দাবি করেছেন।
- Oct 02, 2025 14:49 IST
Alia Bhatt-Durga Puja: শারদীয়ার সাজে বাঙালিয়ানার ছোঁয়া, কাজল-রানির দুর্গাপুজোয় 'গাঙ্গুবাঈ' আলিয়া
Alia Bhatt-Rani and Kajol Durga Puja: মুম্বইয়ের কাজল-রানির সর্বজনীন দুর্গা পুজোয় পৌঁছালেন বলি ডিভা আলিয়া ভাট। মহেশ কন্যার গ্ল্যামারের ছটায় বুঁদ উপস্থিত সকলে। প্রিয় অভিনেত্রীকে দেখে সেলফি তোলার আবদার করেন ভক্তরা, ভিড় জমায় সেলেব প্যাপেরা।
- Oct 02, 2025 13:39 IST
Nafisa Ali Cancer: 'মুঠো মুঠো চুল উঠে এবার আমি...', কেমোথেরাপির পর বর্তমান পরিস্থিতি নিয়ে 'হেঁয়ালি' নাফিসার
Nafisa Ali Sodhi Chemotherapy: কেমোথেরাপির পর মুঠো মুঠো চুল পড়ার কথা বলেছেন নাফিসা আলি। মুঠো মুঠো চুল ঝরে যাওয়ার কারণে এবার নেড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে বলে নিজেই নিজের সঙ্গে মজা করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
- Oct 02, 2025 12:16 IST
Additi Gupta Twin Daughters: পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলি, যমজ কন্যাসন্তানের আগমনে খুশির জোয়ারে অদিতি-কবীর
Additi Gupta: লক্ষ্মী পুজোর আগেই পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলিতে আনন্দের জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। ইনস্টাগ্রামে এই আনন্দের মুহূর্ত অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনার খবর সকলকের সঙ্গে ভাগ করে নিয়েছেন অদিতি-কবীর।
- Oct 02, 2025 11:52 IST
Sonam Kapoor Pregnancy: দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম?
Sonam Kapoor Pregnant: পিঙ্কভিলা-এর এক প্রতিবেদন অনুযায়ী, অনিল কাপুরের মেয়ে সোনম বর্তমানে দু'মাসের অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই হয়ত তিনি আনুষ্ঠানিকভাবে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us