Entertainment Latest News Highlights বিজয়-রশ্মিকার বাগদান ঘিরে চর্চা তুঙ্গে, কবে বিয়ের পিঁড়িতে?

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rashmika mandana-Bollywood/ Chhava

Entertainment Latest News Highlights  

Vijay-Rashmika Engaged: এম৯ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রাইভেট সেরিমণিতে বাগদান সেরে ফেলেছেন চর্চিত কাপল বিজয় দেবেরাকন্ডা-রশ্মিকা মন্দানা। আগামী ফ্রেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এ মিস টু মিসেস হবেন পর্দার শ্রীভল্লি।

Advertisment

  • Oct 04, 2025 18:54 IST

    Varun Dhawan: সন্তান ও সারমেয়র মধ্যে তফাৎ করেন না, ব্যক্তি জীবন প্রসঙ্গে অকপট বরুণ

    সম্প্রতি টক শো টুইঙ্কল ও কাজলের সঙ্গে বরুণ তার প্রেমের গল্প এবং কুকুরের সঙ্গে বন্ধনের কথা প্রকাশ করেছেন। নাতাশার প্রেমে পড়ার স্মৃতিচারণে তিনি বলেছেন, "আমি যখন ৫ম শ্রেণিতে পড়তাম, তখনই নাতাশার দিকে আকৃষ্ট হই। তাকে প্রথমবার বাস্কেটবল কোর্টে দেখেছিলাম। আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে উঠেছিল। বন্ধুত্বের পর আমি তার দয়ালু এবং অনন্য ব্যক্তিত্বে মুগ্ধ হই। আমি সবসময় তার চরিত্রের বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্ট থাকতাম।" বরুণ কুকুর জো-র গুরুত্বও তুলে ধরেছেন। তিনি বলেছেন, "জো আমার জীবনে অনেক কিছু বদলে দিয়েছে। জো, লারাকে স্বাগত জানাতে এত উত্তেজিত হয়েছিল। কুকুরটির সঙ্গে যে বন্ধন আমার রয়েছে, তা অন্য কোনও জীবের সঙ্গে সম্ভব নয়।" তিনি কুকুর এবং সন্তানের মধ্যে কোনো পার্থক্য করেন না এবং জোর দিয়ে বলেছেন, এই সম্পর্ক তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ।



  • Oct 04, 2025 17:51 IST

    Vijay-Rashmika Wedding Date: বিজয়-রশ্মিকার বাগদান চর্চায় সিলমোহর, আসন্ন শীতেই ছাদনা তলায় টলিউড কাপল

    Vijay Deverakonda-Rashmika Mandanna: শুক্রবার রাত থেকেই বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বাগদানের খবর ঘিরে চর্চা তুঙ্গে। শনিবার হিন্দুস্থান টাইমসকে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছে অভিনেতার টিম। সেই সঙ্গে জানানো হয়েছে বিয়ের দিনক্ষণও। 



  • Advertisment
  • Oct 04, 2025 17:31 IST

    Rupsa Chatterjee Wedding Anniversary: কেক কেটে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন, স্পেশাল লাঞ্চ ডেটে আদুরে মুহূর্তে রূপসা-সায়নদীপ

    দেখতে দেখতে বিয়ের একটা বছর পার। গত বছর অর্থাৎ ২০২৪-এর ৩ অক্টোবর সায়নদীপের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। প্রায় একমাস ব্যাপী বিয়ের নানা অনুষ্ঠানের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতেন অভিনেত্রী। প্রথম বিবাহবার্ষিকী উদযাপনেও জৌলুস কোনও অংশে কম ছিল না। যে কোনও অনুষ্ঠানে কেক কেটে সেলিব্রেশনটা আজকাল যেন মাস্ট। সেই স্রোতেই গা ভাসিয়ে কেক কেটে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন দম্পতি। প্রিয়তমার সঙ্গে শহরের এক বিলাসবহুল হোটেলে মধ্যাহ্নভোজ সেরেছেন সায়নদীপ। যুগলের লাভিডাভি ছবি শেয়ার করে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রেমে গদগদ রূপসা চট্টোপাধ্যায়।



  • Oct 04, 2025 16:28 IST

    Sandhya Shantaram Death: বিবাহিত পরিচালককে বিয়ে করে একের পর এক কালজয়ী ছবিতে কাজ, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী

    Sandhya Shantaram Dies: জীবনাবসান প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের। শেষ হল স্বর্ণযুগের সিনেমার এক সোনালি অধ্যায়। গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা আশীষ শেলার।



  • Oct 04, 2025 15:38 IST

    Arbaaz Khan Wife Hospitalized: কাউন্টডাউন শুরু, সাধভক্ষণের পরই হাসপাতালে আরবাজের স্ত্রী সুরহা, ভাইরাল ভিডিও

    Arbaaz Khan Wife Sshura Khan Hospitalized: সাধভক্ষণের ছ'দিনের মাথায় হাসপাতালে ভর্তি হলেন আরবাজের অন্তঃসত্ত্বা স্ত্রী সুরহা খান। মুম্বইয়ে খারের হিন্দুজা হাসপাতালের বাইরের একটি ভিডিও নেটভুবনে ঝড়ের গতিতে ভাইরাল।



  • Oct 04, 2025 14:53 IST

    Ranbir Kapoor-Deepika Padukone: রংমিলান্তি কালো পোশাকে প্রাক্তন জুটি, বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন রণবীর-দীপিকার! ভাইরাল ভিডিও

    Ranbir-Deepika: মুম্বই বিমানবন্দরে প্রাক্তন রণবীরের সঙ্গে দীপিকার উষ্ণ আলিঙ্গন এক মুহূর্তে হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেনসেশন। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল নেটভুবনে। 



  • Oct 04, 2025 14:05 IST

    Farhan Akhtar: উৎসবের আবহে বিরাট আর্থিক ক্ষতি ফারহানের, কাদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের?

    Farhan Akhtar Finacial Fraud: বিরাট আর্থিক ক্ষতির মুখে অভিনেতা-পরিচালক ফারহান আখতার। ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগ ফারহানের মা হানি ইরানির গাড়িচালক ও পেট্রোল পাম্পের একজন কর্মচারীর বিরুদ্ধে।  



  • Oct 04, 2025 12:59 IST

    Zubeen Garg Poisoned: বিষ খাইয়ে হত্যা করা হয়েছে জুবিনকে! ম্যানেজার-অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ব্যান্ডের সঙ্গীর

    Zubeen Garg Death: প্রয়াত গায়ক জুবিন গর্গকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত। ব্যান্ডের সঙ্গী শেখর জ্যোতি গোস্বামীর চাঞ্চল্যকর দাবিতে ঘটনায় নয়া মোড়। 



  • Oct 04, 2025 12:24 IST

    Akshay Kumar: অনলাইনে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে আপত্তিকর প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে কী আর্জি অভিনেতার?

    ভিডিও গেম খেলার সময় অনলাইনে হয়রানির শিকার হতে হয়েছিল বছর ১৩-এর নিতারাকে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই টুইঙ্কল খান্নাকে জানায় অক্ষয় কন্যা। অভিজ্ঞতা শেয়ার করার পর অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছে একটি বিশেষ আর্জি করেন। অভিনেতার অনুরোধ, স্কুলে একটি বিশেষ 'সাইবার পিরিয়ড' চালু করা হোক  যাতে বাচ্চারা এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাবে সেই শিক্ষা অর্জন করতে পারে। 



  • Oct 04, 2025 11:53 IST

    Kantara Chapter 1: সিনেমাহলে গুলিবর্ষণ-অগ্নিসংযোগের মতো ঘটনায় ভারতীয় সিনেমায় কোপ, বন্ধ হল কোন দুটি ছবির প্রদর্শন?

    Kantara Chapter 1- Canadian Theatre:কানাডার অন্টারিও প্রদেশের এক সিনেমা হলে অগ্নিসংযোগ-গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার জেরে আপাতত দুটি ভারতীয় ছবি, কান্তারা চ্যাপ্টার ১ এবং দে কল হিম ওজি-র প্রদর্শন বন্ধ করে দিয়েছে।



Entertainment News Today Entertainment News